Kali Puja 2025: হাতে মাত্র কয়েক দিন! দীপান্বিতা কালীপুজোয় কী ভোগ নিবেদন করা হবে মা তারাকে!
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Kali Puja 2025: দীপান্বিতা কালীপুজো উপলক্ষে কতক্ষণ খোলা থাকবে তারাপীঠ মন্দির চত্বর! কী জানালেন তারাপীঠ মন্দির কমিটি
advertisement
সিদ্ধপীঠ তারাপীঠে তারা মায়ের অঙ্গে শ্যামার আরাধনার প্রস্তুতি চলছে একদম শেষ পর্যায়ে। সেই পুজো দেখতে পুণ্যার্থীদের প্রত্যেক বছরের মতন ভিড় জমবে তারাপীঠে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে চলতি মাসের ২০ অক্টোবর দুপুর ২টো৫৭ থেকে এবং শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬মিনিটে। অমাবস্যা তিথি শুরু হলেই তারা মাকে কালী রূপে পুজো দেওয়া শুরু হবে বলে জানান তারাপীঠ মন্দির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
রীতি মেনে প্রত্যেকবারের মতন ভোর চারটের সময় তারা মায়ের শিলামূর্তিকে মহাস্নান করানো হবে। তারপর তারা মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হবে। এরপরেই ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ভক্তদের জন্য সারারাত খোলা থাকবে তারাপীঠ মন্দির ৷ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বিশেষ কী ভোগ নিবেদন করা হবে দীপান্বিতা কালীপুজোর দিনে? এই বিষয়ে জানা যায় দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচরকম ভাজা, পাঁচরকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস, পাঁচরকম মিষ্টি ও কারণ বারি দিয়ে তারা মাকে মধ্যাহ্নভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা ছ'টা নাগাদ তারা মায়ের সন্ধ্যারতি হবে। তারপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এরপরেই রাত ১১টা নাগাদ তারা মাকে স্বর্ণালঙ্কার ও ডাকের সাজে সাজানো হবে। তারপর শুরু হবে নিশি পুজো এবং বিশেষ আরতি। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তারক্ষ্মী নিয়োগ করা হবে এবং সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। এর পাশাপাশি দফায় দফায় মাইকিং করে ভক্তদের নিরাপদে থাকার জন্য বার্তা দেওয়া হবে।ছবি ও তথ্য: সৌভিক রায়