Healthy Relationship: সর্বাধিক তৃপ্তি পেতে কতক্ষণের ব্যবধানে সঙ্গমে লিপ্ত হবেন? জানুন

Last Updated:
Healthy Relationship: ৪৮ ঘণ্টা অন্তর শারীরিক মিলনে লিপ্ত হলে চাহিদা বেড়ে যায়৷ আসক্তি বেড়ে যায়৷ একে অপরের প্রতি উন্মাজনা বাড়ে৷ তাই সর্বাধিক তৃপ্তি পেতে দুদিন অর্থাৎ ৪৮ ঘন্টা অন্তর সঙ্গম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
1/5
৪৮ ঘণ্টা অন্তর শারীরিক মিলনে লিপ্ত  হলে চাহিদা  বেড়ে যায়৷ আসক্তি বেড়ে যায়৷ একে অপরের প্রতি উন্মাজনা বাড়ে৷ তাই সর্বাধিক তৃপ্তি পেতে দুদিন অর্থাৎ ৪৮ ঘন্টা অন্তর সঙ্গম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
৪৮ ঘণ্টা অন্তর শারীরিক মিলনে লিপ্ত হলে চাহিদা বেড়ে যায়৷ আসক্তি বেড়ে যায়৷ একে অপরের প্রতি উন্মাজনা বাড়ে৷ তাই সর্বাধিক তৃপ্তি পেতে দুদিন অর্থাৎ ৪৮ ঘন্টা অন্তর সঙ্গম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
2/5
বলা হয়, বারবার যৌনমিলন মহিলাদের ইউটিআইয়ের সমস্যা বাড়ায়৷ ঘনঘন যৌনমিলনের ফলে মহিলাদের শরীরে ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে৷
বলা হয়, বারবার যৌনমিলন মহিলাদের ইউটিআইয়ের সমস্যা বাড়ায়৷ ঘনঘন যৌনমিলনের ফলে মহিলাদের শরীরে ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে৷
advertisement
3/5
এছাড়া অনেক মহিলা পিরিয়ড চলাকালীন সঙ্গমে লিপ্ত হতে অপছন্দ করেন। সে ক্ষেত্রে তাঁদের সেই ইচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। সেই পাঁচদিনের বিরতির পরে আপনার শারীরিক চাহিদা বাড়বে বই কমবে না।
এছাড়া অনেক মহিলা পিরিয়ড চলাকালীন সঙ্গমে লিপ্ত হতে অপছন্দ করেন। সে ক্ষেত্রে তাঁদের সেই ইচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। সেই পাঁচদিনের বিরতির পরে আপনার শারীরিক চাহিদা বাড়বে বই কমবে না।
advertisement
4/5
তবে হ্যাঁ, দীর্ঘদিন সঙ্গমের মাঝে বিরতি রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এবং আপনার সঙ্গীর মানসিক উদ্বেগ বাড়তে পারে। দীর্ঘদিনের বিরতি সঙ্গমে অনীহা তৈরি করতে পারে। তাই সবটাই করুন, তবে নিয়ম মেনে।
তবে হ্যাঁ, দীর্ঘদিন সঙ্গমের মাঝে বিরতি রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এবং আপনার সঙ্গীর মানসিক উদ্বেগ বাড়তে পারে। দীর্ঘদিনের বিরতি সঙ্গমে অনীহা তৈরি করতে পারে। তাই সবটাই করুন, তবে নিয়ম মেনে।
advertisement
5/5
একই দিনে একাধিকবার সঙ্গমে লিপ্ত হতে অনেকেই পছন্দ করেন৷ এমন অনেক মানুষ আছেন, যাঁদের যৌন উদ্দীপনা বেশি। বিষয়টা বায়োলজিক্যাল চাহিদার উফর নির্ভরশীল হলেও একই দিনে একাধিকবার যৌনমিলন ঠিক নয়। সে ক্ষেত্রে একে অপরের প্রতি আগ্রহ হারাতে পারে।
একই দিনে একাধিকবার সঙ্গমে লিপ্ত হতে অনেকেই পছন্দ করেন৷ এমন অনেক মানুষ আছেন, যাঁদের যৌন উদ্দীপনা বেশি। বিষয়টা বায়োলজিক্যাল চাহিদার উফর নির্ভরশীল হলেও একই দিনে একাধিকবার যৌনমিলন ঠিক নয়। সে ক্ষেত্রে একে অপরের প্রতি আগ্রহ হারাতে পারে।
advertisement
advertisement
advertisement