ওজন বৃদ্ধির ক্ষেত্রে চিনি খলনায়ক৷ ওজন বৃদ্ধি এবং স্থূলতার ক্ষেত্রে চিনি ভয়ঙ্কর৷ চিনি শরীরে গেলেই এক লাফে এনার্জি বেড়ে যায়৷ সেটা খরচ না হলে রূপান্তরিত হয় চর্বিতে৷ সময়ের সঙ্গে সঙ্গে দেখা দেয় ওবেসিটি এবং তার সঙ্গেই আসে ডায়াবেটিস, হৃদরোগ ও হাইপারটেনশন৷