Kitchen Hacks: রান্নায় অতিরিক্ত নুন পড়ে যাওয়া থেকে শুরু করে দুধ উধলে যাওয়া, সব সমস্যার সমাধান মাত্র পাঁচ মিনিটে দেখে নিন কয়েকটি সহজ টিপস
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
রান্নায় অতিরিক্ত নুন পড়ে যাওয়া থেকে নানা সমস্যা থেকে মুক্তি পেতে দেখে নিন সহজ কিচেন হ্যাকস...
advertisement
advertisement
রান্নাঘরে বেশি নুন পড়ে যাওয়া খুব এক টা নতুন কিছু নয়৷ হতে পারে দুবার নুন দিয়ে ফেলেছেন, বা নুনের কৌটোর ঢাকা খুলে বেশি পড়ে গিয়েছে৷ ঘাবড়াবেন না৷ কয়েকটা কাঁচা আলু দু টুকরো করে কেটে রান্নার মধ্যে দিয়ে দিন৷ আলু অতিরিক্ত নুন শুষে নেবে৷ বাড়িতে লোহার খুন্তি থাকলে, তা গ্যাসের আঁচে গরম করে কয়েকবার রান্নার মধ্যে নেড়ে চেড়ে নিন৷ তাহলেই দেখবেন নোনতা ভাবটা অনেক কমে গিয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement