সম্পর্কে জড়ালেই কিন্তু সেক্স চলে আসবে তখনই, ব্যাপারটা অতটা সহজ নয়৷ আসলে যৌনতার সঙ্গে মনের মিলের একটা সম্পর্ক আছে৷ অবশ্যই তা যদি আক্ষরিক অর্থেই ভালোবাসার সম্পর্ক হয়৷ অনেকেই ভাবেন, একটি মহিলা বা পুরুষের সঙ্গে আড্ডা জমে গেল মানেই এ বার তা গড়াবে বিছানা পর্যন্ত৷ আসলে তা নয়৷
2/ 8
ডেটিং-এর পরে কখন শরীরী মিলনের সময় আসবে, তা বলা খুব জটিল৷ কিন্তু কিছু ইঙ্গিত তো অবশ্যই রয়েছে৷ যা বুঝে নিতে হয়৷ তাড়াহুড়ো করলেই এক মুহূর্তে ভেঙে যেতে পারে সাধের রিলেশন৷ এ ক্ষেত্রে অবশ্য বয়সের পার্থক্যটা খুব একটি বিবেচ্য নয়৷
3/ 8
ব্রিটেনের বিখ্যাত মনোবিদরা জানাচ্ছেন, ডেটিংয়ের কিছু দিন পরেই বেশির ভাগ সম্পর্ক ভেঙে যায় স্রেফ যৌনতার কারণে৷ পুরুষ বা মহিলা, কোনও একটি পক্ষ থেকে যৌনতার আবেদন আসে৷ এবং তখনই শুরু হয় মনের টানাপোড়েন৷ সঙ্গী বা সঙ্গিনী টক্সিক নয় তো?
4/ 8
২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি-র অধ্যাপক স্যান্ড্রা মেটস একটি সমীক্ষা চালান৷ সেই সমীক্ষায় দেখা যায়, ডেটিংয়ের পরে কোনও সম্পর্ক বিছানা পর্যন্ত গড়ানোর আগে ইমোশনাল কানকশন তৈরি হয়৷ এ ক্ষেত্রে I love you শব্দবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ৷
5/ 8
বিছানা পর্যন্ত যাওয়ার আগে, বেশির ভাগ কাপল-ই একে অপরকে জানার ও চেনার চেষ্টা করেন৷ অন্তত একটি কিস দিয়েই শুরু হয়৷ বিশ্বাসযোগ্যতা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ৷
6/ 8
ক্যালিফোর্নিয়ার সাইকোথেরাপিস্ট বার্টন গোল্ডস্মিথের কথায়, প্রথমে দুজনকেই নিজের মনকে একটি বিষয় বোঝাতে হবে, কেউ কাউকে জোর করবেন না৷ না মানে না৷ তাড়াহুড়ো করলেই সব ভেঙে যাবে এক মুহূর্তে৷ মানসিক ভাবে ভরসা মেলা জরুরি৷
7/ 8
গোল্ডস্মিথের বক্তব্য, ডেটিংয়ের পরে একে অপরকে বেশ কয়েকটি সপ্তাহ দিন বোঝার জন্য৷ এই সময়টা হওয়া উচিত অন্তত তিন মাস৷ দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন, শারীরিক মিলনের সময় এসেছে৷ দু দিক থেকেই সেই সাড়া মিলবে৷
8/ 8
২০১২ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, একটি সম্পর্ক শুরু হওয়ার পরেই মহিলাদের ক্ষেত্রে যৌনতার ইচ্ছেটা দমে যায় প্রথম ধাপে৷ তারপর তা ধীরে ধীরে উঠতে থাকে৷