সর্দি-কাশি থেকে ত্বকের যত্ন... হাজারো সমস্যার সমাধানের চাবিকাঠি মধু! কিন্তু জানেন কি, যৌন উত্তেজনা তুঙ্গে তুলতেও এক্সপার্ট মধু ! গবেষকদের মতে, মধু সেক্স হরমোন সক্রিয় করে তোলে। এর রাসায়নিক উপাদান রক্তবাহকে স্ফীত করে রক্তপ্রবাহ বাড়ায় আর রক্তবাহ বৃদ্ধিতে যৌন উদ্দীপনাও তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায়!
Photo Source: Collected
গবেষণায় দেখা গিয়েছে, তিন আউন্স মধুতেই লুকিয়ে রয়েছে 'সেক্স-ম্যাজিক' ! দেহের নাইট্রিক অক্সাইডের মাত্রা বিশেষ হারে বাড়িয়ে দেয় মধু। এতে উপস্থিত রাসায়নিকগুলি রক্তবাহকে স্ফীত করে রক্তপ্রবাহ বাড়ায়। যৌনাঙ্গে রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে শরীরে যেমন শক্তি উৎপন্ন হয়, তেমনই যৌন উত্তেজনাও বৃদ্ধি পায়।
Photo Source: Collected