সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অংশ থেকে ‘মাঙ্কি পক্স’ সংক্রমণের খবর আসছে৷ অন্তত ১২ টি দেশে ৮০ টিরও বেশি মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷
2/ 7
ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় এই রোগে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে৷ মধ্য ও পশ্চিম এশিয়ার প্রত্যন্ত অংশেও হানা দিয়েছে বিরল সংক্রমণের এই অসুখ৷
3/ 7
এই অসুখের কথা বিজ্ঞানীরা প্রথম বলেন ১৯৫৮ সালে৷ সে বছরই গবেষণাগারে বাঁদরদের মধ্যে এই সংক্রমণ দেখা গিয়েছিল প্রথম৷ ১৯৭০ সালে কঙ্গোতে এই রোগে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়৷ সে সময় স্মলপক্স নিয়ন্ত্রণে সে দেশে কাজ চলছিল৷
4/ 7
ক্রমে মধ্য ও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশ থেকেও এই অসুখের খবর আসতে থাকে৷ বাঁদরের মধ্যে প্রথম এই অসুখ চিহ্তন হওয়ায় এর নাম ‘মাঙ্কি পক্স’৷
5/ 7
স্মল পক্স ও মাঙ্কিপক্সের উপসর্গ এক৷ ফলে স্মলপক্সের টিকা এই অসুখে অনেটাই কার্যকরী৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে নতুন টিকাগুলির মধে একটি মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে অনুমোদিত হয়েছে৷
6/ 7
সাধারণত বন্য পশুপ্রাণী থেকেই এই অসুখ ছড়ায় মানবদেহে৷ তবে আক্রান্ত ব্যক্তির থেকেও সংক্রমণ অন্যের মধ্যে ছড়িয়ে পড়তে পারে৷ আক্রান্তের ব্যবহৃত না কাচা পোশাক, তোয়ালে, বিছানার চাদর থেকে অসুখ ছড়াতে পারে৷
7/ 7
মাঙ্কিপক্সের গুটি স্পর্শ করলে বা হাঁচিকাশির মাধ্যমেও এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে৷