Howrah News: সস্তায় আভিজাত্য! প্লাস্টিক-ফাইবারকে গোল দিয়ে হাওড়ায় রাজত্ব করছে অসমের বাঁশের বাহারি জিনিস
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: আসামের বাঁশে দিনাজপুরের শিল্পীদের হাতে তৈরি জিনিস হাওড়া মেলায় বিক্রি হচ্ছে চাহিদার সঙ্গে
advertisement
advertisement
advertisement
advertisement
সরকারি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গোষ্ঠ বৈশ্য জানাচ্ছেন, জিনিসগুলি টেকসই এবং এর পরিচর্যাও নেই। কয়েক বছর অন্তরের টাচ উড গায়ে লাগিয়ে দিলেই আবারও নতুন। টবের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা। মুখোশ মিলছে ৪০০ থেকে ৫০০ টাকায়, আর ফুলদানির দাম ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। বিভিন্ন মূর্তি খোদাই করা লাইট স্ট্যান্ড ২৫০০-৩৫০০ টাকা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)








