Poila Baishakh Astrological Tips: পয়লা বৈশাখে মাত্র ১১ টি আতপচাল দিয়ে করুন এই কাজ! নতুন বছরে উপচে পড়বে টাকা, সৌভাগ্য ও সংসারে শান্তি

Last Updated:
Poila Baishakh Astrological Tips: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই টোটকা পালন করলে অর্থ, ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য আপনার সংসারে চিরস্থায়ী হবে।
1/6
রাত পোহালেই পয়লা বৈশাখ। শুরু হবে নতুন বঙ্গাব্দ। নববর্ষ বা নতুন বছরে সৌভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে যদি বছরের প্রথম দিন পালন করেন এই টোটকা।
রাত পোহালেই পয়লা বৈশাখ। শুরু হবে নতুন বঙ্গাব্দ। নববর্ষ বা নতুন বছরে সৌভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে যদি বছরের প্রথম দিন পালন করেন এই টোটকা।
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই টোটকা পালন করলে অর্থ, ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য আপনার সংসারে চিরস্থায়ী হবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই টোটকা পালন করলে অর্থ, ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য আপনার সংসারে চিরস্থায়ী হবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
3/6
একটি পানপাতা, ১১টি গোটা আতপচাল এবং একটি সুপুরি সংগ্রহ করুন। পানপাতার অমসৃণ দিকে ১১ টি আতপচালের দানা ও সুপুরি রেখে বাঁধুন লালসুতো দিয়ে।
একটি পানপাতা, ১১টি গোটা আতপচাল এবং একটি সুপুরি সংগ্রহ করুন। পানপাতার অমসৃণ দিকে ১১ টি আতপচালের দানা ও সুপুরি রেখে বাঁধুন লালসুতো দিয়ে।
advertisement
4/6
স্নান সেরে কোনও খাদ্যগ্রহণের আগে শুদ্ধ বসনে ওই পানপাতা রাখুন লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবির সামনে। তার পর ঐকান্তিক মনে নিষ্ঠা ভরে প্রার্থনা করুন সংসার ও প্রিয়জনের মঙ্গলকামনায়।
স্নান সেরে কোনও খাদ্যগ্রহণের আগে শুদ্ধ বসনে ওই পানপাতা রাখুন লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবির সামনে। তার পর ঐকান্তিক মনে নিষ্ঠা ভরে প্রার্থনা করুন সংসার ও প্রিয়জনের মঙ্গলকামনায়।
advertisement
5/6
সন্ধ্যায় শুদ্ধ বসনে লক্ষ্মী ও গণেশের বিগ্রহ বা ছবির সামনে শঙ্খ বাজান। তার পর লালসুতো দিয়ে বাঁধা আতপচাল-সহ পানপাতা রাখুন আলমারির লকারে। বা যেখানে আপনি অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিস রাখেন, সেখানে।
সন্ধ্যায় শুদ্ধ বসনে লক্ষ্মী ও গণেশের বিগ্রহ বা ছবির সামনে শঙ্খ বাজান। তার পর লালসুতো দিয়ে বাঁধা আতপচাল-সহ পানপাতা রাখুন আলমারির লকারে। বা যেখানে আপনি অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিস রাখেন, সেখানে।
advertisement
6/6
মনে করা হয় বছরের প্রথম দিন এই জ্যোতিষ টোটকা পালন করলে বছরভর সৌভাগ্য বর্ষিত হবে আপনার উপর। অর্থাভাব থাকবে না। সংসারে বজায় থাকবে সুখশান্তি।
মনে করা হয় বছরের প্রথম দিন এই জ্যোতিষ টোটকা পালন করলে বছরভর সৌভাগ্য বর্ষিত হবে আপনার উপর। অর্থাভাব থাকবে না। সংসারে বজায় থাকবে সুখশান্তি।
advertisement
advertisement
advertisement