Pet Care Tips: কুকুর পুষবেন ভাবছেন? এই বিষয়গুলো জানা না থাকলে বড় সমস্যায় পড়বেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Pet Care Tips: কুকুর পুষলেই হল না, জানতে হবে এই বিষয়গুলো, মনে রাখতে হবে সে কিন্তু আপনার বাড়ির একজন সদস্য! জেনে নিন কিছু বিষয়
advertisement
advertisement
ঘরে নিয়ে আসার পর প্রথম দিকে কুকুরছানা নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে পারে। এতে ভয়ের কিছু নেই। তার ভয় কাটানোর জন্য চারপাশের পরিবেশ সম্পর্কে কিছুটা ধারণা দেয়া যায়। যেমন- বাড়ির চারপাশ তাকে ভাল করে ঘুরিয়ে নিতে হবে। বা মলত্যাগ করানো হবে, কোথায় তাকে হাঁটতে নিয়ে যাবেন সেই জায়গাগুলো কিছুটা চিনিয়ে নিন। এতে করে কুকুরছানার তার নতুন আবাস এবং পরিবারের সদস্যদের চিনতে শুরু করবে।
advertisement
ঘরে নিয়ে আসার পর কুকুর যদি খেতে না চায়, তাহলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি খুবই স্বাভাবিক বিষয়। আগের পরিবেশে সে কীভাবে খেতো চেষ্টা করুন সেটা জানার। এতে খাওয়ানো কিছুটা সহজ হবে। যদি জানা না যায়, তাহলে নতুন অভ্যাসের সাথে তাকে অ্যাডজাস্ট করে তুলুন। দিনে নির্দিষ্ট সময়ে খেতে দিন। আজকে এক সময়, কালকে অন্য সময় এমন যেন না হয়। প্রথম দিন থেকেই তাকে বুঝতে দিন সব সময় এই নির্দিষ্ট সময়েই খাবার খেতে হবে।
advertisement
নতুন বাড়িতে আসার পর কুকুরছানাটি ক্লান্ত থাকবে, সেটাই স্বাভাবিক। ক্লান্তি দূর করতে কুকুরটির খুব ভাল ভাবে ঘুমের পরিবেশ নিশ্চিত করতে হবে।নতুন কুকুরছানাটিকে প্রথম থেকেই ধীরে ধীরে তার রুটিনে অভ্যস্ত করে নিন। প্রতিদিন সকালে হাঁটতে নিয়ে যাওয়া, দিনে কতবার খেতে দেওয়া হবে এর সবটাই তৃতীয় দিন থেকে শুরু করতে পারেন।
advertisement
কুকুরকে ঠিক কীভাবে, কখন খাওয়ানো দরকার, কীভাবে স্নান করানো হবে কিংবা কীভাবে মল ত্যাগ করানো যায়, এসব ক্ষেত্রে অভিজ্ঞ কারও সাহায্য দরকার হতে পারে। দ্বিধা না করে কথা বলুন। এতে অল্প সময়ে কুকুরছানার যত্ন সম্পর্কে আপনারও জানা হবে।যেহেতু ওরা মুখে বলে বোঝাতে পারে না, তাই ওদের আচরণে সব কিছু বুঝে নিতে হবে আপনাকেই। আর তাকে নিজেদের একজন হিসেবে মানিয়ে নেওয়ার পুরো দায়িত্বও পালন করতে হবে। পরিবারের নতুন অতিথিকে নিয়ে আনন্দে কাটুক আপনার সময়।