সুজি এবং ময়দায় পোকা থাকলে তা দূর করার জন্য সূর্যের আলো অত্যন্ত উপকারী। এ জন্য একটি পরিষ্কার পাত্রে বা কাপড়ে সুজি ও ময়দা বিছিয়ে কিছুক্ষণ কড়া রোদে রাখতে হবে। এর ফলে ময়দা ও সুজিতে থাকা পোকামাকড় সহজে চলে যাবে। শুধু তাই নয়, ঘরে প্রচুর ময়দা বা সুজি থাকলে মাঝে মধ্যে রোদে দিতে হবে।
advertisement
2/4
সুজি এবং ময়দা থেকে পোকামাকড় তাড়াতে লবণ ব্যবহার করা যেতে পারে। এর জন্য সামান্য লবণ নিয়ে তা ময়দা ও সুজির পাত্রে রাখতে হবে। এর ফলে সুজি ও ময়দায় কখনই পোকা হবে না এবং সব সময় তাজা থাকবে।
advertisement
3/4
ময়দা এবং সুজি থেকে পোকা মাকড় তাড়াতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। এ জন্য সুজি ও ময়দার বাক্সে আট থেকে দশটি লবঙ্গ রাখতে হবে। লবঙ্গের গন্ধের কারণে, পোকামাকড় কখনই সুজি এবং ময়দায় থাকে না।
advertisement
4/4
পোকামাকড় এড়াতে সুজি ও ময়দা শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হবে। তবে সুজি হালকা করে ভেজে রাখলেও এতে পোকামাকড় ধরে না।