How to Get Rid of Flour Bugs: ময়দা বা সুজিতে পোকা ধরে যায়? এই ৫ ফর্মুলাতেই মুশকিল আসান

Last Updated:
ময়দা বা সুজিতে পোকা ধরে যায়? এই ৫ ফর্মুলাতেই মুশকিল আসান
1/4
সুজি এবং ময়দায় পোকা থাকলে তা দূর করার জন্য সূর্যের আলো অত্যন্ত উপকারী। এ জন্য একটি পরিষ্কার পাত্রে বা কাপড়ে সুজি ও ময়দা বিছিয়ে কিছুক্ষণ কড়া রোদে রাখতে হবে। এর ফলে ময়দা ও সুজিতে থাকা  পোকামাকড় সহজে চলে যাবে। শুধু তাই নয়, ঘরে প্রচুর ময়দা বা সুজি থাকলে মাঝে মধ্যে রোদে দিতে হবে।
সুজি এবং ময়দায় পোকা থাকলে তা দূর করার জন্য সূর্যের আলো অত্যন্ত উপকারী। এ জন্য একটি পরিষ্কার পাত্রে বা কাপড়ে সুজি ও ময়দা বিছিয়ে কিছুক্ষণ কড়া রোদে রাখতে হবে। এর ফলে ময়দা ও সুজিতে থাকা  পোকামাকড় সহজে চলে যাবে। শুধু তাই নয়, ঘরে প্রচুর ময়দা বা সুজি থাকলে মাঝে মধ্যে রোদে দিতে হবে।
advertisement
2/4
সুজি এবং ময়দা থেকে পোকামাকড় তাড়াতে  লবণ ব্যবহার করা যেতে পারে। এর জন্য সামান্য লবণ নিয়ে তা ময়দা ও সুজির পাত্রে রাখতে হবে। এর ফলে সুজি ও ময়দায় কখনই পোকা হবে না এবং সব সময় তাজা থাকবে।
সুজি এবং ময়দা থেকে পোকামাকড় তাড়াতে  লবণ ব্যবহার করা যেতে পারে। এর জন্য সামান্য লবণ নিয়ে তা ময়দা ও সুজির পাত্রে রাখতে হবে। এর ফলে সুজি ও ময়দায় কখনই পোকা হবে না এবং সব সময় তাজা থাকবে।
advertisement
3/4
ময়দা এবং সুজি থেকে পোকা মাকড় তাড়াতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। এ জন্য সুজি ও ময়দার বাক্সে আট থেকে দশটি লবঙ্গ রাখতে হবে। লবঙ্গের গন্ধের কারণে, পোকামাকড় কখনই সুজি এবং ময়দায় থাকে না।
ময়দা এবং সুজি থেকে পোকা মাকড় তাড়াতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। এ জন্য সুজি ও ময়দার বাক্সে আট থেকে দশটি লবঙ্গ রাখতে হবে। লবঙ্গের গন্ধের কারণে, পোকামাকড় কখনই সুজি এবং ময়দায় থাকে না।
advertisement
4/4
পোকামাকড় এড়াতে সুজি ও ময়দা শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হবে। তবে সুজি হালকা করে ভেজে রাখলেও এতে পোকামাকড় ধরে না।
পোকামাকড় এড়াতে সুজি ও ময়দা শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হবে। তবে সুজি হালকা করে ভেজে রাখলেও এতে পোকামাকড় ধরে না।
advertisement
advertisement
advertisement