স্ন্যাকস ছাড়া মদ্যপান বৃথা ! এবার ভেজিটেবল স্ন্যাকসের মজা নিন বাড়িতেই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার ভেজিটেবল স্ন্যাকসের মজা নিন বাড়িতেই
সপ্তাহান্তে নিজেকে রিল্যাক্স করতে হাল্কা মদ্যপান পছন্দ করেন ? তবে চিন্তা সাইড ডিশ নিয়ে ৷ কী কী থাকবে আপনার মদের সঙ্গী হিসেবে ? সব সময় তো আমিষ খাবারই পছন্দের তালিকায় থাকে ৷ মাংস বা মাছের ফ্রাই জুতসই হয় ঠান্ডা পানীয়র সঙ্গে ৷ কিন্তু নিরামিষ স্ন্যাক্সও হতে পারে দারুণ উপভোগ্য ৷ ফ্রেঞ্চ ফ্রাইজের মত বেশ কিছু নিরামিষ সাইড ডিশ আছে, যাতে আপনার পেটও ভরবে সঙ্গে ভরবে মন ৷ এর পাশাপাশি মদে শরীরে ফ্যাট বাড়তে থাকে ৷ তাই কম ক্যালরি যুক্ত ভেজ স্ন্যাক্স খান নির্দ্বিধায় ৷ এতে আপনার মোটা হওয়ার আশঙ্কাও থাকবে কম ৷ পানীয়ের এক্সপার্ট জানাচ্ছেন উইস্কির সঙ্গে ভেজ সাইড ডিশ বেশ মানায় ৷ তেমন কিছু সাইড ডিশের সন্ধান থাকল আজ ৷
advertisement
advertisement
advertisement
advertisement
