Healthy Lifestyle: চিকেন পক্সের যম! বাড়ির গাছেই ঝুলছে এই পাতা... এক সপ্তাহ খেলে কাছে ঘেঁষবে না কোনও রোগ

Last Updated:
ভ্যারিসেল্লা ভাইরাসেরর আক্রমণে চিকেন পক্স হয়। নিমপাতা সেই ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।
1/5
নিমকে জাদুকরী পাতা হিসেবে গণ্য করা হয়। নিম পাতার প্রতিটি অংশই কোনো না কোনো রোগের প্রতিষেধক। সুগার হোক বা ক্যানসার সব রোগের ওষুধ এই নিমপাতা।
নিমকে জাদুকরী পাতা হিসেবে গণ্য করা হয়। নিম পাতার প্রতিটি অংশই কোনো না কোনো রোগের প্রতিষেধক। সুগার হোক বা ক্যানসার সব রোগের ওষুধ এই নিমপাতা।
advertisement
2/5
শিশুদের পেটে কৃমি নির্মূল করতে। শিশুরাই বেশি কৃমির শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়ো দিন ৩ বার সামান্য গরম জলসহ খেতে হবে।
শিশুদের পেটে কৃমি নির্মূল করতে। শিশুরাই বেশি কৃমির শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়ো দিন ৩ বার সামান্য গরম জলসহ খেতে হবে।
advertisement
3/5
অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ। সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।
অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ। সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।
advertisement
4/5
ভ্যারিসেল্লা ভাইরাসেরর আক্রমণে চিকেন পক্স হয়। নিমপাতা সেই ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।
ভ্যারিসেল্লা ভাইরাসেরর আক্রমণে চিকেন পক্স হয়। নিমপাতা সেই ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।
advertisement
5/5
নিম পাতার রস রক্ত ​​পরিশুদ্ধ করতে প্রতিদিন ৫ থেকে ১০ মিলি পরিমাণে খেতে হবে। (দাবিত্যাগ: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিম পাতার রস রক্ত ​​পরিশুদ্ধ করতে প্রতিদিন ৫ থেকে ১০ মিলি পরিমাণে খেতে হবে। (দাবিত্যাগ: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement