Rose Water Beauty Tips: ৫-১০ টাকায় সৌন্দর্যের খাজানা আপনার মুঠোয়! দামি দামি গোলাপ জল না কিনে বানান বাড়িতেই

Last Updated:
Rose Water Beauty Tips: বহুকাল আগে থেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে গোলাপ জল। ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বক সুস্থ রাখতে এই জল কতটা উপকারী তা সকলেই জানেন।
1/6
বহুকাল আগে থেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে নানা উপকরণ। তবে এই সকলের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যে উপকরণ রয়েছে তা হল গোলাপ জল।
বহুকাল আগে থেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে নানা উপকরণ। তবে এই সকলের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যে উপকরণ রয়েছে তা হল গোলাপ জল।
advertisement
2/6
ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বক সুস্থ রাখতে এই জল কতটা উপকারী তা সকলেই জানেন। এটি শরীরের ত্বকের ছিদ্রগুলি শক্ত করতে সেরা টোনার হিসাবেও কাজ করে।
ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বক সুস্থ রাখতে এই জল কতটা উপকারী তা সকলেই জানেন। এটি শরীরের ত্বকের ছিদ্রগুলি শক্ত করতে সেরা টোনার হিসাবেও কাজ করে।
advertisement
3/6
গৃহিণী মাধবী চৌধুরী জানান, বাজারে কিনতে পাওয়া গোলাপ জলের বিশুদ্ধতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে কয়েক মিনিট সময়েই বাড়ির মধ্যেই গোলাপ জল তৈরি করুন।
গৃহিণী মাধবী চৌধুরী জানান, বাজারে কিনতে পাওয়া গোলাপ জলের বিশুদ্ধতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে কয়েক মিনিট সময়েই বাড়ির মধ্যেই গোলাপ জল তৈরি করুন।
advertisement
4/6
৫০০ গ্রাম গোলাপের তাজা ফুল নিয়ে পাপড়িগুলি আলাদা করে নিতে হবে। এরপর একটি পাত্রে প্রায় ১ লিটার জল ফুটিয়ে নিতে হবে। তারমধ্যে পাপড়িগুলি দিতে হবে।
৫০০ গ্রাম গোলাপের তাজা ফুল নিয়ে পাপড়িগুলি আলাদা করে নিতে হবে। এরপর একটি পাত্রে প্রায় ১ লিটার জল ফুটিয়ে নিতে হবে। তারমধ্যে পাপড়িগুলি দিতে হবে।
advertisement
5/6
তারপর পাত্রটি ঢেকে ভাল মতো ফুটতে দিতে হবে পাপড়িগুলিকে। এরপর জলের রঙ বদলে যাবে। ধীরে ধীরে এক লিটার থেকে জল আধ লিটার অবশিষ্ট থাকবে।
তারপর পাত্রটি ঢেকে ভাল মতো ফুটতে দিতে হবে পাপড়িগুলিকে। এরপর জলের রঙ বদলে যাবে। ধীরে ধীরে এক লিটার থেকে জল আধ লিটার অবশিষ্ট থাকবে।
advertisement
6/6
তখন গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। এবার একটি সুতির কাপড়ের সাহায্যে জলটি ফিল্টার করুন। এই জল বাজারে পাওয়া গোলাপ জলের থেকেও বেশি উপকারী।
তখন গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। এবার একটি সুতির কাপড়ের সাহায্যে জলটি ফিল্টার করুন। এই জল বাজারে পাওয়া গোলাপ জলের থেকেও বেশি উপকারী।
advertisement
advertisement
advertisement