Diabetes: সেরে যায় অর্শের ব্যথা! ম্যাজিকের মতো কমে ডায়াবেটিস! শুধু জানুন কীভাবে খাবেন এই ফল

Last Updated:
Diabetes Control: মহুয়া গাছের ছাল দিয়ে তৈরি ক্বাথ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি একটি ঔষধের মত কাজ করে।
1/8
*রাঢ় বাংলার মানুষ মহুয়া গাছের সঙ্গে পরিচিত। এই গাছের এবং ফলের ঔষধি গুনাগুণ বিরাট। স্বাস্থ্য উপকারিতাও রয়েছে বিপুল। ভেষজ গুণের ওপর ভিত্তি করে ভারতবর্ষে মহুয়া একটি গুরুত্বপূর্ণ গাছ। সংগৃহীত ছবি।  
*রাঢ় বাংলার মানুষ মহুয়া গাছের সঙ্গে পরিচিত। এই গাছের এবং ফলের ঔষধি গুনাগুণ বিরাট। স্বাস্থ্য উপকারিতাও রয়েছে বিপুল। ভেষজ গুণের ওপর ভিত্তি করে ভারতবর্ষে মহুয়া একটি গুরুত্বপূর্ণ গাছ। সংগৃহীত ছবি।  
advertisement
2/8
*পাতা থেকে শুরু করে ফল ও ফুল পর্যন্ত লুকিয়ে রয়েছে ধন্বন্তরি গুণাবলী। এই গাছের ফল যতটা সুগন্ধি ঠিক ততটাই সুস্বাদু। গ্রামাঞ্চলের মানুষের কাছে এই গাছের গুরুত্ব বেশি, কাঠ থেকে ঘর তৈরি হয়, মহুয়ার রস থেকে মদ, এই গাছের ছাল, ফুল, ফল ও বীজ থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয়, ইত্যাদি। সংগৃহীত ছবি।  
*পাতা থেকে শুরু করে ফল ও ফুল পর্যন্ত লুকিয়ে রয়েছে ধন্বন্তরি গুণাবলী। এই গাছের ফল যতটা সুগন্ধি ঠিক ততটাই সুস্বাদু। গ্রামাঞ্চলের মানুষের কাছে এই গাছের গুরুত্ব বেশি, কাঠ থেকে ঘর তৈরি হয়, মহুয়ার রস থেকে মদ, এই গাছের ছাল, ফুল, ফল ও বীজ থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয়, ইত্যাদি। সংগৃহীত ছবি।  
advertisement
3/8
*বিজ্ঞানসম্মত নাম 'Madhuca Longifolia', এই গাছের রস এবং ফলের মিষ্টি গন্ধের জন্য শিয়াল এবং হাতির খুব প্রিয়। বাঁকুড়া, পুরুলিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায় মহুয়া গাছ। আর মাত্র কয়েকদিন পরেই ধরবে ফল। সংগৃহীত ছবি।  
*বিজ্ঞানসম্মত নাম 'Madhuca Longifolia', এই গাছের রস এবং ফলের মিষ্টি গন্ধের জন্য শিয়াল এবং হাতির খুব প্রিয়। বাঁকুড়া, পুরুলিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায় মহুয়া গাছ। আর মাত্র কয়েকদিন পরেই ধরবে ফল। সংগৃহীত ছবি।  
advertisement
4/8
*অর্শ: সামান্য গাওয়া ঘিয়ে শুকনাে মহুয়া ফুলকে ভেজে কয়েকদিন ২ বার করে অর্শের জায়গায় ব্যবহার করা হয় তাহলে উপকার পাওয়া যায়। চিরস্থায়ীভাবে না সারলেও সাময়িক কয়েকদিনের জন্য রেহাই পাওয়া যায়। সংগৃহীত ছবি।  
*অর্শ: সামান্য গাওয়া ঘিয়ে শুকনাে মহুয়া ফুলকে ভেজে কয়েকদিন ২ বার করে অর্শের জায়গায় ব্যবহার করা হয় তাহলে উপকার পাওয়া যায়। চিরস্থায়ীভাবে না সারলেও সাময়িক কয়েকদিনের জন্য রেহাই পাওয়া যায়। সংগৃহীত ছবি।  
advertisement
5/8
*কৃমি: শিশু থেকে বয়স্ক পুরুষ কিংবা মহিলা, কৃমির সমস্যা হতে পারে সকলের। মহুয়া বীজের তেল কৃমির হাত থেকে মুক্তি দেয়। সংগৃহীত ছবি।  
*কৃমি: শিশু থেকে বয়স্ক পুরুষ কিংবা মহিলা, কৃমির সমস্যা হতে পারে সকলের। মহুয়া বীজের তেল কৃমির হাত থেকে মুক্তি দেয়। সংগৃহীত ছবি।  
advertisement
6/8
*পুরনাে ঘা: মহুয়া বীজের তেল পুরোনো ঘা সারাতেও যথেষ্ট কার্যকরী। পরিষ্কার কাপড়ের টুকরাে বা তুলােতে লাগিয়ে ঘায়ের ওপরে রেখে ড্রেসিং করে দিতে হবে। সংগৃহীত ছবি।  
*পুরনাে ঘা: মহুয়া বীজের তেল পুরোনো ঘা সারাতেও যথেষ্ট কার্যকরী। পরিষ্কার কাপড়ের টুকরাে বা তুলােতে লাগিয়ে ঘায়ের ওপরে রেখে ড্রেসিং করে দিতে হবে। সংগৃহীত ছবি।  
advertisement
7/8
*ডায়াবেটিস: মহুয়া গাছের ছাল দিয়ে তৈরি ক্বাথ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি একটি ঔষধের মত কাজ করে। সংগৃহীত ছবি।  
*ডায়াবেটিস: মহুয়া গাছের ছাল দিয়ে তৈরি ক্বাথ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি একটি ঔষধের মত কাজ করে। সংগৃহীত ছবি।  
advertisement
8/8
*নানাবিধ উপকার: সর্দি, কাশি এবং ব্যথা উপশমে ব্যবহার করা হয় মহুয়া ফুল। এটি একটি প্রাকৃতিক শীতল এজেন্ট। সংগৃহীত ছবি।
*নানাবিধ উপকার: সর্দি, কাশি এবং ব্যথা উপশমে ব্যবহার করা হয় মহুয়া ফুল। এটি একটি প্রাকৃতিক শীতল এজেন্ট। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement