Dark Underarms: বাহুমূলের কালো দাগ দূর করতে মানুন এই টিপস! খরচ ছাড়াই মিলবে আকর্ষণীয় ত্বক

Last Updated:
বাহুমূলের কালো দাগ দূর করতে মানুন এই টিপস! খরচ ছাড়াই মিলবে আকর্ষণীয় ত্বক
1/7
বাহুমূলে কালো দাগের সমস্যা অনেকেরই আছে। অনেকের ক্ষেত্রে এই দাগ এতটাই গাঢ় যে স্লিভ লেস জামা কাপড় পড়তে লজ্জ্বা করে। আসলে, দেহের এই অংশের ত্বক নরম এবং এর বিশেষ যত্নের প্রয়োজন।
বাহুমূলে কালো দাগের সমস্যা অনেকেরই আছে। অনেকের ক্ষেত্রে এই দাগ এতটাই গাঢ় যে স্লিভ লেস জামা কাপড় পড়তে লজ্জ্বা করে। আসলে, দেহের এই অংশের ত্বক নরম এবং এর বিশেষ যত্নের প্রয়োজন।
advertisement
2/7
বাহমূলের ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয় তাই নিয়মিত ডিওডোরেন্ট, পারফিউম দিলে বা শেভ ইত্যাদি লাগান, তবে কখনও কখনও এর কারণে এখানকার ত্বক স্থায়ী কালো হয়ে যায়।
বাহমূলের ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয় তাই নিয়মিত ডিওডোরেন্ট, পারফিউম দিলে বা শেভ ইত্যাদি লাগান, তবে কখনও কখনও এর কারণে এখানকার ত্বক স্থায়ী কালো হয়ে যায়।
advertisement
3/7
বাহুমূলের দাগ দূর করতে অত্যন্ত উপকারী  আলু। এক্ষেত্রে একটি বা দুটি আলু নিয়ে  মিক্সারে পিষে নিতে হবে। এবার ছাঁকনির সাহায্যে এর রস বের করে ত্বকে লাগাতে হবে। প্রায় ১৫ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 
বাহুমূলের দাগ দূর করতে অত্যন্ত উপকারী  আলু। এক্ষেত্রে একটি বা দুটি আলু নিয়ে  মিক্সারে পিষে নিতে হবে। এবার ছাঁকনির সাহায্যে এর রস বের করে ত্বকে লাগাতে হবে। প্রায় ১৫ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 
advertisement
4/7
কাঁচা দুধের সাহায্যে ত্বকের কালো দাগও দূর করতে পারেন। এ জন্য একটি কাপে কাঁচা দুধ নিয়ে তুলোর সাহায্যে ত্বকে লাগাতে হবে। আপনি চাইলে এতে অর্ধেক পরিমাণ গোলাপ জলও মেশাতে পারেন।
কাঁচা দুধের সাহায্যে ত্বকের কালো দাগও দূর করতে পারেন। এ জন্য একটি কাপে কাঁচা দুধ নিয়ে তুলোর সাহায্যে ত্বকে লাগাতে হবে। আপনি চাইলে এতে অর্ধেক পরিমাণ গোলাপ জলও মেশাতে পারেন।
advertisement
5/7
কমলার খোসা শুকিয়ে গুঁড়া তৈরি করুন। এবার এতে সামান্য কাঁচা দুধ ও গোলাপজল দিন। পেস্ট তৈরি করে ত্বকে লাগান। প্রায় ২০ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। আপনি সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্যাকটি লাগান।
কমলার খোসা শুকিয়ে গুঁড়া তৈরি করুন। এবার এতে সামান্য কাঁচা দুধ ও গোলাপজল দিন। পেস্ট তৈরি করে ত্বকে লাগান। প্রায় ২০ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। আপনি সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্যাকটি লাগান।
advertisement
6/7
আপনি একটি পাত্রে এক চামচ হলুদ নিন এবং তাতে এক চামচ চন্দন দিন। এবার এতে কয়েক ফোঁটা লেবুও দিতে পারেন। এবার ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। নারকেল টুথপেস্ট
আপনি একটি পাত্রে এক চামচ হলুদ নিন এবং তাতে এক চামচ চন্দন দিন। এবার এতে কয়েক ফোঁটা লেবুও দিতে পারেন। এবার ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। নারকেল টুথপেস্ট
advertisement
7/7
বাহমূলের ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয় তাই নিয়মিত ডিওডোরেন্ট, পারফিউম দিলে বা শেভ ইত্যাদি লাগান, তবে কখনও কখনও এর কারণে এখানকার ত্বক স্থায়ী কালো হয়ে যায়।
বাহমূলের ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয় তাই নিয়মিত ডিওডোরেন্ট, পারফিউম দিলে বা শেভ ইত্যাদি লাগান, তবে কখনও কখনও এর কারণে এখানকার ত্বক স্থায়ী কালো হয়ে যায়।
advertisement
advertisement
advertisement