Lifestyle News: আপনার আলমারি বলে দেবে আপনার মনের অবস্থা, সায় রয়েছে বিজ্ঞানেরও
- Published by:Raima Chakraborty
Last Updated:
Lifestyle News: মনোবিদদের মতে আপনার বা আপনার কাছের কোনও মানুষের আলমারি যদি অগোছালো অবস্থায় থাকে, তবে তাঁর মানসিক অবস্থা ভাল নেই।
রোজকার অফিসের ব্যস্ততা৷ সপ্তাহান্তে একদিনের ছুটিতে আর ঘর গোছাতে মন চায় না৷ অথচ ঘর তো শুধু আসা-যাওয়ার মাঝের সময়টুকু নয়, ঘরে থাকতে হয়। ছুটির দিনে অপরিষ্কার ঘরে তো আর অতিথি আপ্যায়নও সম্ভব নয়৷ এই পরিস্থিতিতে ঘরের অগোছালো জিনিস রাখার একমাত্র জায়গা আলমারি। আর এই আলমারি আপনি কী ভাবে গুছিয়ে রাখছেন। কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছেন, তা অনেকাংশে আপনার মনের অবস্থা বলে দেয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যে মানুষ যত ভাল আলমারি গোছাতে পারেন, তাঁর সততাও নাকি ততটাই বলে দাবি মনোবিদদের৷ যদিও এর কোনও নিশ্চিত প্রমাণ নেই। তবে পরিষ্কার ঘর, পরিষ্কার আলমারি মানুষকে মানসিক ভাবে ভাল থাকতে সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)