Lifestyle News: আপনার আলমারি বলে দেবে আপনার মনের অবস্থা, সায় রয়েছে বিজ্ঞানেরও

Last Updated:
Lifestyle News: মনোবিদদের মতে আপনার বা আপনার কাছের কোনও মানুষের আলমারি যদি অগোছালো অবস্থায় থাকে, তবে তাঁর মানসিক অবস্থা ভাল নেই।
1/6
রোজকার অফিসের ব্যস্ততা৷ সপ্তাহান্তে একদিনের ছুটিতে আর ঘর গোছাতে মন চায় না৷ অথচ ঘর তো শুধু আসা-যাওয়ার মাঝের সময়টুকু নয়, ঘরে থাকতে হয়। ছুটির দিনে অপরিষ্কার ঘরে তো আর অতিথি আপ্যায়নও সম্ভব নয়৷ এই পরিস্থিতিতে ঘরের অগোছালো জিনিস রাখার একমাত্র জায়গা আলমারি। আর এই আলমারি আপনি কী ভাবে গুছিয়ে রাখছেন। কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছেন, তা অনেকাংশে আপনার মনের অবস্থা বলে দেয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
রোজকার অফিসের ব্যস্ততা৷ সপ্তাহান্তে একদিনের ছুটিতে আর ঘর গোছাতে মন চায় না৷ অথচ ঘর তো শুধু আসা-যাওয়ার মাঝের সময়টুকু নয়, ঘরে থাকতে হয়। ছুটির দিনে অপরিষ্কার ঘরে তো আর অতিথি আপ্যায়নও সম্ভব নয়৷ এই পরিস্থিতিতে ঘরের অগোছালো জিনিস রাখার একমাত্র জায়গা আলমারি। আর এই আলমারি আপনি কী ভাবে গুছিয়ে রাখছেন। কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছেন, তা অনেকাংশে আপনার মনের অবস্থা বলে দেয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/6
পরদিন সকালে অফিস যাওয়ার সময় নাজেহাল৷ পোশাক খুঁজে পেতে গিয়ে নাভিশ্বাস উঠছে৷ টপ আছে তো, জিনস নেই৷ শার্ট মিলছে তো, প্যান্টের ঠিকানা বদলে গিয়েছে। অগোছালো বলেই আপনি এমন সমস্যায় পড়ছেন তা কিন্তু নয়। এর পিছনে রয়েছে মানসিক পরিস্থিতিও।
পরদিন সকালে অফিস যাওয়ার সময় নাজেহাল৷ পোশাক খুঁজে পেতে গিয়ে নাভিশ্বাস উঠছে৷ টপ আছে তো, জিনস নেই৷ শার্ট মিলছে তো, প্যান্টের ঠিকানা বদলে গিয়েছে। অগোছালো বলেই আপনি এমন সমস্যায় পড়ছেন তা কিন্তু নয়। এর পিছনে রয়েছে মানসিক পরিস্থিতিও।
advertisement
3/6
মনোবিদদের মতে আপনার বা আপনার কাছের কোনও মানুষের আলমারি যদি অগোছালো অবস্থায় থাকে, তবে তিনি হয় তো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন৷
মনোবিদদের মতে আপনার বা আপনার কাছের কোনও মানুষের আলমারি যদি অগোছালো অবস্থায় থাকে, তবে তিনি হয় তো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন৷
advertisement
4/6
মনোবিদদের দাবি, যাঁরা পুরনো পোশাক আলমারিতে জমিয়ে রাখেন, তাঁরা নস্ট্যালজিক হন৷ তাঁরা ওই পোশাকের কথা ভেবেই স্মৃতি রোমন্থন করতে ভালবাসেন বলেও দাবি মনোবিদদের৷
মনোবিদদের দাবি, যাঁরা পুরনো পোশাক আলমারিতে জমিয়ে রাখেন, তাঁরা নস্ট্যালজিক হন৷ তাঁরা ওই পোশাকের কথা ভেবেই স্মৃতি রোমন্থন করতে ভালবাসেন বলেও দাবি মনোবিদদের৷
advertisement
5/6
মনোবিদদের মতে, যে ব্যক্তি অবসাদে ডুবে থাকেন, তিনি যদি প্রায় আলমারি গোছানোর কাজ করেন৷ তাহলে অবসাদ কেটে গিয়ে, মন ভাল হতে বাধ্য৷ বিজ্ঞানসম্মত ভাবেও পরিষ্কার-পরিচ্ছন্নতার মানসিক স্বাস্থ্যে প্রভাবের প্রমাণ মিলেছে।
মনোবিদদের মতে, যে ব্যক্তি অবসাদে ডুবে থাকেন, তিনি যদি প্রায় আলমারি গোছানোর কাজ করেন৷ তাহলে অবসাদ কেটে গিয়ে, মন ভাল হতে বাধ্য৷ বিজ্ঞানসম্মত ভাবেও পরিষ্কার-পরিচ্ছন্নতার মানসিক স্বাস্থ্যে প্রভাবের প্রমাণ মিলেছে।
advertisement
6/6
যে মানুষ যত ভাল আলমারি গোছাতে পারেন, তাঁর সততাও নাকি ততটাই বলে দাবি মনোবিদদের৷ যদিও এর কোনও নিশ্চিত প্রমাণ নেই। তবে পরিষ্কার ঘর, পরিষ্কার আলমারি মানুষকে মানসিক ভাবে ভাল থাকতে সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
যে মানুষ যত ভাল আলমারি গোছাতে পারেন, তাঁর সততাও নাকি ততটাই বলে দাবি মনোবিদদের৷ যদিও এর কোনও নিশ্চিত প্রমাণ নেই। তবে পরিষ্কার ঘর, পরিষ্কার আলমারি মানুষকে মানসিক ভাবে ভাল থাকতে সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement