Kul (Jujube) Side Effects: কুল দেখলেই জিভে জল? কিন্তু কারা কুল খেলেই বারোটা বেজে ঝাঁঝরা শরীর? কোন রোগে এই ফল খেলে চরম বিপদ? জানুন

Last Updated:
Kul (Jujube) Side Effects:এত উপকারী হলেও কুলের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ জানুন কোন কোন রোগে কুল খাবেনই না
1/8
টোপা, নারকোলি থেকে শুরু করে বোম্বাই-শীতকাল মানেই নানারকম কুলের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করা৷
টোপা, নারকোলি থেকে শুরু করে বোম্বাই-শীতকাল মানেই নানারকম কুলের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করা৷
advertisement
2/8
আচার, অম্বল এবং চাটনি-সহ একাধিক রান্নার প্রধান উপকরণ কুল৷ স্বাদের পাশাপাশি গুণেরও আধার বেরিজাতীয় এই টকমিষ্টি ফল৷
আচার, অম্বল এবং চাটনি-সহ একাধিক রান্নার প্রধান উপকরণ কুল৷ স্বাদের পাশাপাশি গুণেরও আধার বেরিজাতীয় এই টকমিষ্টি ফল৷
advertisement
3/8
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা কুল ত্বক ও চুলের জেল্লা বজায় রাখে৷ হৃদরোগ ও ক্যানসারের আশঙ্কা কমায়৷
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা কুল ত্বক ও চুলের জেল্লা বজায় রাখে৷ হৃদরোগ ও ক্যানসারের আশঙ্কা কমায়৷
advertisement
4/8
অনিদ্রা দূর করা, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি, বদহজম দূর করা, হজম শক্তি বৃদ্ধি-সহ একাধিক উপকারিতার ভান্ডার কুলের স্বাস্থ্যগুণ৷
অনিদ্রা দূর করা, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি, বদহজম দূর করা, হজম শক্তি বৃদ্ধি-সহ একাধিক উপকারিতার ভান্ডার কুলের স্বাস্থ্যগুণ৷
advertisement
5/8
এত উপকারী হলেও কুলের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ জানুন কোন কোন রোগে কুল খাবেনই না৷ বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর৷
এত উপকারী হলেও কুলের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ জানুন কোন কোন রোগে কুল খাবেনই না৷ বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর৷
advertisement
6/8
অনেকেরই কুল থেকে অ্যালার্জি হয়৷ ত্বকে চুলকানি, ফুলে যাওয়া-সহ একাধিক উপসর্গ দেখা দেয়৷ হতে পারে শ্বাসকষ্টও৷
অনেকেরই কুল থেকে অ্যালার্জি হয়৷ ত্বকে চুলকানি, ফুলে যাওয়া-সহ একাধিক উপসর্গ দেখা দেয়৷ হতে পারে শ্বাসকষ্টও৷
advertisement
7/8
নির্দিষ্ট কিছু সিডেটিভ, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ খেলে কুল এড়িয়ে চলুন৷
নির্দিষ্ট কিছু সিডেটিভ, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ খেলে কুল এড়িয়ে চলুন৷
advertisement
8/8
যাঁদের হজমের সমস্যা আছে, তাঁরা কুল খাবেন না৷ কারণ কুল খেলে তাঁদের গ্যাস, অম্বল, পেট ফাঁপার মতো পেটের সমস্যা দেখা দিতে পারে৷
যাঁদের হজমের সমস্যা আছে, তাঁরা কুল খাবেন না৷ কারণ কুল খেলে তাঁদের গ্যাস, অম্বল, পেট ফাঁপার মতো পেটের সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
advertisement
advertisement