Kojagari Lakshmipuja 2023: Dos and Donts: কোজাগরী লক্ষ্মীপুজোয় এই কাজগুলি করলেই সর্বনাশ! ভুলেও এই ভুলগুলি নয়

Last Updated:
Kojagari Lakshmipuja 2023: কোজাগরী পূর্ণিমার লক্ষ্মীপুজোয় কিছু রীতিনীতি ও ঐতিহ্য পালন করতে হয়। না হলে দেবী লক্ষ্মী কুপিতা হন বলেই প্রচলিত বিশ্বাস।
1/8
কার্তিকের শারদ পূর্ণিমায় এ বার বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর পালা। ধনসম্পদদাত্রী দেবীর আরাধনায় ব্রতী হবেন গৃহস্থরা।
কার্তিকের শারদ পূর্ণিমায় এ বার বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর পালা। ধনসম্পদদাত্রী দেবীর আরাধনায় ব্রতী হবেন গৃহস্থরা।
advertisement
2/8
প্রত্যেক গৃহস্থের সংসারে সেই পরিবারের নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুজোর রীতিনীতি পালিত হয়। কোথাও মূর্তি কিনে পুজো করা হয়, তো কোথাও দেবী পূজিতা হন সরাচিত্রে।
প্রত্যেক গৃহস্থের সংসারে সেই পরিবারের নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুজোর রীতিনীতি পালিত হয়। কোথাও মূর্তি কিনে পুজো করা হয়, তো কোথাও দেবী পূজিতা হন সরাচিত্রে।
advertisement
3/8
ওপার বাংলার উত্তরবঙ্গের বহু পরিবারে লক্ষ্মীর ঝাঁপিকে নতুন কনের মতো সাজিয়ে পুজো করা হয়। ঝাঁপির ভিতরে রাখা হয় ধানের ছড়া।
ওপার বাংলার উত্তরবঙ্গের বহু পরিবারে লক্ষ্মীর ঝাঁপিকে নতুন কনের মতো সাজিয়ে পুজো করা হয়। ঝাঁপির ভিতরে রাখা হয় ধানের ছড়া।
advertisement
4/8
কোজাগরী পূর্ণিমার লক্ষ্মীপুজোয় কিছু রীতিনীতি ও ঐতিহ্য পালন করতে হয়। না হলে দেবী লক্ষ্মী কুপিতা হন বলেই প্রচলিত বিশ্বাস।
কোজাগরী পূর্ণিমার লক্ষ্মীপুজোয় কিছু রীতিনীতি ও ঐতিহ্য পালন করতে হয়। না হলে দেবী লক্ষ্মী কুপিতা হন বলেই প্রচলিত বিশ্বাস।
advertisement
5/8
বলা হয় দেবী লক্ষ্মী চঞ্চলা। তাঁর পুজোয় অতিরিক্ত শব্দ না করাই বাঞ্ছনীয়। তাই শঙ্খ ও উলুধ্বনি দিলেও বিরত থাকুন ঘণ্টা বাজানো থেকে।
বলা হয় দেবী লক্ষ্মী চঞ্চলা। তাঁর পুজোয় অতিরিক্ত শব্দ না করাই বাঞ্ছনীয়। তাই শঙ্খ ও উলুধ্বনি দিলেও বিরত থাকুন ঘণ্টা বাজানো থেকে।
advertisement
6/8
মা লক্ষ্মীর বসার সিংহাসন বা আসন কোনও সময় সাদা রঙের করবেন না। তাঁকে সাদা ফুল নিবেদন করবেন না।
মা লক্ষ্মীর বসার সিংহাসন বা আসন কোনও সময় সাদা রঙের করবেন না। তাঁকে সাদা ফুল নিবেদন করবেন না।
advertisement
7/8
দেবী লক্ষ্মীর আসন, তাঁর বসন, তাঁকে নিবেদন করা ফুল উজ্জ্বল বর্ণের হওয়া বাঞ্ছনীয়। লাল, গোলাপি বা কমলা রঙের ফুল তাঁকে নিবেদন করুন।
দেবী লক্ষ্মীর আসন, তাঁর বসন, তাঁকে নিবেদন করা ফুল উজ্জ্বল বর্ণের হওয়া বাঞ্ছনীয়। লাল, গোলাপি বা কমলা রঙের ফুল তাঁকে নিবেদন করুন।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement