Knowledge Story: ছোট চোখ? টানা চোখ? চোখ দেখে বুঝে নিন উলটোদিকের মানুষটা কেমন, কীভাবে বুঝবেন? পড়ুন

Last Updated:
সামুদ্রিক শাস্ত্র বলছে, একজন মানুষের স্বভাব সম্পর্কে বলা যায় তাঁর চোখ দেখে। কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন? পড়ুন
1/7
কথায় বলে চোখ হল মনের আয়না। চোখ দেখে বোঝা যায় উলটোদিকের মানুষটার মনের মধ্যে কী চলছে। সামুদ্রিক শাস্ত্র বলছে, একজন মানুষের স্বভাব সম্পর্কে বলা যায় তাঁর চোখ দেখে। কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন? পড়ুন
কথায় বলে চোখ হল মনের আয়না। চোখ দেখে বোঝা যায় উলটোদিকের মানুষটার মনের মধ্যে কী চলছে। সামুদ্রিক শাস্ত্র বলছে, একজন মানুষের স্বভাব সম্পর্কে বলা যায় তাঁর চোখ দেখে। কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন? পড়ুন
advertisement
2/7
লালচে চোখ-- এঁরা খুব তাড়াতাড়ি রেগে যান। এঁদের মাথা খুব গরম হয়। ছোটচোখের মানুষরা ভাল নেতৃত্ব দিতে পারেন। যে কোনও পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এঁদের মধ্যে।
লালচে চোখ-- এঁরা খুব তাড়াতাড়ি রেগে যান। এঁদের মাথা খুব গরম হয়। ছোটচোখের মানুষরা ভাল নেতৃত্ব দিতে পারেন। যে কোনও পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এঁদের মধ্যে।
advertisement
3/7
ছোট ছোট চোখ-- এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠভাবে করতে পারেন।
ছোট ছোট চোখ-- এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠভাবে করতে পারেন।
advertisement
4/7
গভীর চোখ-- এরা খুব সাবধানী হন। যে কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে নেন। এরা  সন্দেহবাতিক হতে পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন।
গভীর চোখ-- এরা খুব সাবধানী হন। যে কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে নেন। এরা সন্দেহবাতিক হতে পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন।
advertisement
5/7
বাদামী রঙের চোখ-- এদের বিশ্বাস করলে ঠকতে হবে। এঁরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। এঁরা মিথ্যে বলতে পটু, চোখের পলকে প্রতারণা করতে পারেন, কথার খেলাপ করতে এদের বাঁধে না।
বাদামী রঙের চোখ-- এদের বিশ্বাস করলে ঠকতে হবে। এঁরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। এঁরা মিথ্যে বলতে পটু, চোখের পলকে প্রতারণা করতে পারেন, কথার খেলাপ করতে এদের বাঁধে না।
advertisement
6/7
সুন্দর ও কালো চোখ--যাঁদের চোখ সুন্দর ও কালো হয়, তাঁরা কেরিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন, সকলেই এঁদের প্রতি আকৃষ্ট হন।
সুন্দর ও কালো চোখ--যাঁদের চোখ সুন্দর ও কালো হয়, তাঁরা কেরিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন, সকলেই এঁদের প্রতি আকৃষ্ট হন।
advertisement
7/7
বড় ও টানা চোখ-- যাঁদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাঁদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সকলের সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর।
বড় ও টানা চোখ-- যাঁদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাঁদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সকলের সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর।
advertisement
advertisement
advertisement