Cleaning Exhaust Fan: ঝামেলা ছাড়াই এই ঘরোয়া উপায়ে পরিষ্কার করুন রান্নাঘরের নোংরা এগজস্ট ফ্যান

Last Updated:
Cleaning Exhaust Fan: ঘরোয়া উপায়ে সহজেই এগজস্ট ফ্যান পরিষ্কার করতে পারবেন
1/10
রান্নাঘর পরিষ্কার থাকলে শরীর ও মন দুই-ই ভাল থাকে৷ ঘরসংসারের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশ নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজনীয়৷
রান্নাঘর পরিষ্কার থাকলে শরীর ও মন দুই-ই ভাল থাকে৷ ঘরসংসারের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশ নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজনীয়৷
advertisement
2/10
রান্নাঘর পরিষ্কার রাখার পিছনে দরকারি অংশ হল এগজস্ট ফ্যান৷ কারণ এই পাখার মাধ্যমেই রান্নাঘরের তেলকালির অনেকটাই বাইরে চলে যায়৷
রান্নাঘর পরিষ্কার রাখার পিছনে দরকারি অংশ হল এগজস্ট ফ্যান৷ কারণ এই পাখার মাধ্যমেই রান্নাঘরের তেলকালির অনেকটাই বাইরে চলে যায়৷
advertisement
3/10
এগজস্ট ফ্যান নোংরা হয়ে যায় অতি দ্রুত৷ নিয়মিত পরিষ্কার করতে হয়৷ না হলে রান্নাঘর সাফ করার কাজ ভালভাবে করতে পারবে না এই ফ্যান৷
এগজস্ট ফ্যান নোংরা হয়ে যায় অতি দ্রুত৷ নিয়মিত পরিষ্কার করতে হয়৷ না হলে রান্নাঘর সাফ করার কাজ ভালভাবে করতে পারবে না এই ফ্যান৷
advertisement
4/10
ঝামেলার ভয়ে অনেকেই পিছিয়ে যান এই কাজ থেকে৷ তবে কিছু ঘরোয়া উপায়ে সহজেই এগজস্ট ফ্যান পরিষ্কার করতে পারবেন৷
ঝামেলার ভয়ে অনেকেই পিছিয়ে যান এই কাজ থেকে৷ তবে কিছু ঘরোয়া উপায়ে সহজেই এগজস্ট ফ্যান পরিষ্কার করতে পারবেন৷
advertisement
5/10
এক কাপ জলে কয়েক ফোঁটা বাসনমাজার লিক্যুইড সাবান ফেলুন৷ ওই মিশ্রণে কিচেন টাওয়েল ভিজিয়ে ভাল করে পরিষ্কার করুন এগজস্ট ফ্যান৷
এক কাপ জলে কয়েক ফোঁটা বাসনমাজার লিক্যুইড সাবান ফেলুন৷ ওই মিশ্রণে কিচেন টাওয়েল ভিজিয়ে ভাল করে পরিষ্কার করুন এগজস্ট ফ্যান৷
advertisement
6/10
জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও পরিষ্কার করতে পারেন৷ বেকিং সোডার প্রলেপ কিছু ক্ষণ লাগিয়ে রাখুন ফ্যানের ব্লেডে৷ তার পর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন৷
জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও পরিষ্কার করতে পারেন৷ বেকিং সোডার প্রলেপ কিছু ক্ষণ লাগিয়ে রাখুন ফ্যানের ব্লেডে৷ তার পর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন৷
advertisement
7/10
এক কাপ জলে লেবুর রস মেশান৷ ওই মিশ্রণ দিয়ে ভাল করে সাফ করুন এগজস্ট ফ্যান৷ ব্যবহার করতে পারেন লেবুর খোসাও৷ ভিজে কাপড় দিয়ে মোছার পর শুকনো কাপড়ে মুছে নিন৷
এক কাপ জলে লেবুর রস মেশান৷ ওই মিশ্রণ দিয়ে ভাল করে সাফ করুন এগজস্ট ফ্যান৷ ব্যবহার করতে পারেন লেবুর খোসাও৷ ভিজে কাপড় দিয়ে মোছার পর শুকনো কাপড়ে মুছে নিন৷
advertisement
8/10
এগজস্ট ফ্যানের গায়ে ছিটিয়ে দিন ভিনিগার মিশ্রিত জল৷ তার পর ভাল করে মুছে নিন শুকনো কাপড়ে৷
এগজস্ট ফ্যানের গায়ে ছিটিয়ে দিন ভিনিগার মিশ্রিত জল৷ তার পর ভাল করে মুছে নিন শুকনো কাপড়ে৷
advertisement
9/10
যেভাবেই পরিষ্কার করুন না কেন, সবার আগে ফ্যানের সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করবেন৷ তার পর ভাল করে শুকিয়ে যাওয়ার পর ফের প্লাগ ইন করে এগজস্ট ফ্যান চালান৷
যেভাবেই পরিষ্কার করুন না কেন, সবার আগে ফ্যানের সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করবেন৷ তার পর ভাল করে শুকিয়ে যাওয়ার পর ফের প্লাগ ইন করে এগজস্ট ফ্যান চালান৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement