হোম » ছবি » লাইফস্টাইল » রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল

How to Remove Skin Tan: রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল

  • 15

    How to Remove Skin Tan: রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল

    গরমে ত্বকের যত্ন নেওয়া কঠিন হয়ে পরে। সেক্ষেত্রে ত্বকের এই আবহাওয়ায় ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। গরমে ত্বকের যত্নে অত্যন্ত উপকারী উপাদান হল অ্যালোভেরা। রোজ সকালে সামনান্য অ্যালোভেরা জেল ত্বকের সমস্যা দূর করবে ও ত্বক রাখবে জেল্লাদার।

    MORE
    GALLERIES

  • 25

    How to Remove Skin Tan: রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল

    ঘুম থেকে উঠে ত্বককে জাগাতে গরম জলে ২ ফোটা পাতি লেবুর রস ও ২ ফোটা  গোলাপ জল মিশিয়ে মুখে ঝাপটা দিতে হবে। এতে ত্বক ঝলমলে উজ্জ্বল দেখায়।

    MORE
    GALLERIES

  • 35

    How to Remove Skin Tan: রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল

    রোদে ত্বক পুড়ে যাওয়ার সমস্যা গ্রীষ্মকালে একটা বড় সমস্যা। রোদের পোড়া ত্বকের থেকে ট্যান দূর করতে টমেটো মাখা যেতে পারে। এতে এক টুকরো টমেটো কেটে নিয়ে মুখে ভাল করে ঘষতে হবে।

    MORE
    GALLERIES

  • 45

    How to Remove Skin Tan: রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল

    গরমে ত্বক দাগমুক্ত রাখতে একটা বিশেষ প্যাক বানাতে হবে। এই বিশেষ প্যাক বানাতে ২ চামচ দইয়ে অ্যালোভেরা জেল, গোলাপ জল, সামান্য বেসন দিয়ে পেস্ট করতে হবে। এই প্যাক মুখে, ঘাড়ে গলায় ভাল করে মেখে নিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যেতে পারে এই বিশেষ প্যাক।

    MORE
    GALLERIES

  • 55

    How to Remove Skin Tan: রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল

    এ ছাড়াও কাঁচের মতো দাগমুক্ত ও উজ্জ্বল ত্বক পেতে চায়ের টোনার ব্যবহার করতে হবে। বাড়িতেই বানানো যাবে এই বিশেষ টোনার। এই টোনার বানাতেএকটি বাটিতে ২ চামচ চা পাতা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এরপর সকালে এই জল ছেঁকে নিয়ে স্প্রে বোতলে রেছে দিলেই তৈরি চায়ের টোনার।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    MORE
    GALLERIES