How to Remove Skin Tan: রোদে আর ত্বক পুড়বে না! কাঁচের মতো ত্বক পেতে ঘরেই বানান এই টোনার, প্যাক, জেল
- Published by:Anulekha Kar
Last Updated:
রোদে আর ত্বক পুড়বে না! ঘরেই বানান এই টোনার, জেল, প্যাক
advertisement
advertisement
advertisement
advertisement
এ ছাড়াও কাঁচের মতো দাগমুক্ত ও উজ্জ্বল ত্বক পেতে চায়ের টোনার ব্যবহার করতে হবে। বাড়িতেই বানানো যাবে এই বিশেষ টোনার। এই টোনার বানাতেএকটি বাটিতে ২ চামচ চা পাতা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এরপর সকালে এই জল ছেঁকে নিয়ে স্প্রে বোতলে রেছে দিলেই তৈরি চায়ের টোনার।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।









