Conjunctivitis: জবাফুলের মতো লাল চোখ? অসহ্য যন্ত্রণা, অনবরত জল পড়ছে? কনজাংটিভাইটিসে আক্রান্ত হননি তো? কীভাবে বাঁচবেন জানাচ্ছেন চিকিৎসক
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Conjunctivitis: এই অসুখ ছোঁয়াচে ঠিকই, তবে তখনই হবে, যদি রোগীর চোখের কোনও রকম সংস্পর্শে কেউ আসেন। যেমন রোগী নিজের চোখে হাত দিয়ে তার পর হয়তো কিছু একটা ধরলেন, সে জিনিস তার পর আপনিও ধরলেন, আর সে হাত চলে গেল চোখে। তখনই এই অসুখ হওয়ার আশঙ্কা তৈরি হয়।
শীত পড়তেই বিভিন্ন ধরনের রোগের প্রকোপ দেখা যায়। সর্দি কাশির পাশাপাশি এসময় চোখের সমস্যায় ভোগেন অনেকেই। রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার নানা প্রান্তে চোখের একটি সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। যাকে আমরা সাধারণ ভাষায় বলি 'চোখ ওঠা', চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে এবিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন, এই অসুখ ছোঁয়াচে ঠিকই, তবে তখনই হবে, যদি রোগীর চোখের কোনও রকম সংস্পর্শে কেউ আসেন। যেমন রোগী নিজের চোখে হাত দিয়ে তার পর হয়তো কিছু একটা ধরলেন, সে জিনিস তার পর আপনিও ধরলেন, আর সে হাত চলে গেল চোখে। তখনই এই অসুখ হওয়ার আশঙ্কা তৈরি হয়। কাউকে ছুঁয়ে নিলে কিংবা কারও দিকে তাকালে এই রোগ আপনার হবে না।
advertisement