Gardening Tips: ১৫ দিনে এই ৩ কাজ করুন! গাছ ভরে যাবে লেবুতে! খসেও পড়বে না একটিও, সহজ টোটকাতেই প্রচুর লাভ

Last Updated:
Gardening Tips: বাগানে লেবুর গাছ লাগিয়ে থাকলে এখন থেকেই কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিন। বাজার থেকে চড়া দামে লেবু কিনতে হবে না।
1/6
প্রতিটি রান্নাঘরে লেবু ব্যবহার করা হয়। গরমে লেবুর চাহিদা বেড়ে যায়। বাগানে লেবুর গাছ লাগিয়ে থাকলে এখন থেকেই কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিন। বাজার থেকে চড়া দামে লেবু কিনতে হবে না।
প্রতিটি রান্নাঘরে লেবু ব্যবহার করা হয়। গরমে লেবুর চাহিদা বেড়ে যায়। বাগানে লেবুর গাছ লাগিয়ে থাকলে এখন থেকেই কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিন। বাজার থেকে চড়া দামে লেবু কিনতে হবে না।
advertisement
2/6
অনেক সময় লেবু গাছে ফল ধরে কিন্তু ঝরে পড়ে। এমন পরিস্থিতিতে লেবু গাছটি সঠিক পুষ্টি পায় তা গুরুত্বপূর্ণ। এবার লেবু গাছে পচা গোবর সার বা ভার্মিকম্পোস্ট যোগ করুন। এছাড়াও ১০০ থেকে ১৫০ গ্রাম NPK ব্যবহার করুন। ১৫ দিনে একবার, ৫ গ্রাম জিঙ্ক সালফেট ৫ লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।
অনেক সময় লেবু গাছে ফল ধরে কিন্তু ঝরে পড়ে। এমন পরিস্থিতিতে লেবু গাছটি সঠিক পুষ্টি পায় তা গুরুত্বপূর্ণ। এবার লেবু গাছে পচা গোবর সার বা ভার্মিকম্পোস্ট যোগ করুন। এছাড়াও ১০০ থেকে ১৫০ গ্রাম NPK ব্যবহার করুন। ১৫ দিনে একবার, ৫ গ্রাম জিঙ্ক সালফেট ৫ লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।
advertisement
3/6
মার্চ মাস এলেই তাপমাত্রা বেড়েছে। এমন পরিস্থিতিতে লেবু গাছে ক্রমাগত সেচ দিতে থাকুন। চার থেকে পাঁচ দিন অন্তর একবার সেচ দিন। তবে শীতকালে সপ্তাহে একবার থেকে ১০ দিন পর্যন্ত জল দেওয়া উচিত। জলের অভাবে ফুল ঝরে যেতে পারে।
মার্চ মাস এলেই তাপমাত্রা বেড়েছে। এমন পরিস্থিতিতে লেবু গাছে ক্রমাগত সেচ দিতে থাকুন। চার থেকে পাঁচ দিন অন্তর একবার সেচ দিন। তবে শীতকালে সপ্তাহে একবার থেকে ১০ দিন পর্যন্ত জল দেওয়া উচিত। জলের অভাবে ফুল ঝরে যেতে পারে।
advertisement
4/6
লেবু গাছে ফল ধরার আগেই ছাঁটাই করা খুবই গুরুত্বপূর্ণ। লেবু গাছের শুকনো এবং দুর্বল ডাল কেটে ফেলুন। এতে লেবু গাছে দ্রুত নতুন পাতা গজাবে। আরও ফল হবে।
লেবু গাছে ফল ধরার আগেই ছাঁটাই করা খুবই গুরুত্বপূর্ণ। লেবু গাছের শুকনো এবং দুর্বল ডাল কেটে ফেলুন। এতে লেবু গাছে দ্রুত নতুন পাতা গজাবে। আরও ফল হবে।
advertisement
5/6
অনেক সময় লেবু গাছের ফল দেখা দেওয়ার পরে ঝরে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এক লিটার জলে দু'গ্রাম বোরাক্স মিশিয়ে ফুল ফোটার আগে স্প্রে করুন। লেবু গাছের পাতা যদি হলুদ দেখায় তা হলে প্রতি লিটার জলে পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে স্প্রে করুন। এতে লেবু গাছে বেশি ফল ধরবে।
অনেক সময় লেবু গাছের ফল দেখা দেওয়ার পরে ঝরে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এক লিটার জলে দু'গ্রাম বোরাক্স মিশিয়ে ফুল ফোটার আগে স্প্রে করুন। লেবু গাছের পাতা যদি হলুদ দেখায় তা হলে প্রতি লিটার জলে পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে স্প্রে করুন। এতে লেবু গাছে বেশি ফল ধরবে।
advertisement
6/6
মিলিবাগ লেবু গাছ আক্রমণ করে। প্রতিরোধের জন্য এক লিটার জলে পাঁচ মিলি নিম তেল মিশিয়ে স্প্রে করুন। লেবু গাছকে উইপোকা থেকে রক্ষা করতে এক লিটার জলে দু'মিলি ক্লোরপাইরিফস মিশিয়ে যোগ করুন। ছত্রাক থেকে রক্ষা পেতে এক লিটার জলে তিন গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে গাছে স্প্রে করুন।
মিলিবাগ লেবু গাছ আক্রমণ করে। প্রতিরোধের জন্য এক লিটার জলে পাঁচ মিলি নিম তেল মিশিয়ে স্প্রে করুন। লেবু গাছকে উইপোকা থেকে রক্ষা করতে এক লিটার জলে দু'মিলি ক্লোরপাইরিফস মিশিয়ে যোগ করুন। ছত্রাক থেকে রক্ষা পেতে এক লিটার জলে তিন গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে গাছে স্প্রে করুন।
advertisement
advertisement
advertisement