Rat Removal Home Remedies: ২ টাকার শ্যাম্পুর পাতাতেই কিস্তিমাত! লেজ গুটিয়ে পালাবে সব ইঁদুর, জানেন কী ভাবে?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তাই বাড়িতে একবার ইঁদুরের উৎপাত শুরু হলেই আমরা তাদের তাড়াতে উঠেপড়ে লাগি৷ কিন্তু, আগের মতো ইঁদুর মারার কল, কিংবা বিষ এমনকি, হালফিলের স্টিকি ট্র্যাপও কিন্তু যথেষ্টই অমানবিক মনে হয়৷
ছোট হোক কী বড়, বাড়িতে একবার ইঁদুরের তাণ্ডব শুরু হওয়ার মানে অশেষ খাটনি আর অশান্তি৷ কখনও রান্নাঘরের চাল-ডাল-আটার প্যাকেট তছনছ, কখনও আবার নষ্ট করে নতুন জুতো জোড়া৷ ইলেক্ট্রিকের তার কেটেও কম ক্ষতি করে না৷
advertisement
তাই বাড়িতে একবার ইঁদুরের উৎপাত শুরু হলেই আমরা তাদের তাড়াতে উঠেপড়ে লাগি৷ কিন্তু, আগের মতো ইঁদুর মারার কল, কিংবা বিষ এমনকি, হালফিলের স্টিকি ট্র্যাপও কিন্তু যথেষ্টই অমানবিক মনে হয়৷
advertisement
এমন পরিস্থিতিতে আমরা সবসময় এমন কোনও পদ্ধতি খোঁজার চেষ্টা করি যাতে ইঁদুর না মেরেই ইঁদুর তাড়ানো সম্ভব৷ তেমনই একটি উপায় হল শ্যাম্পু দিয়ে ইঁদুর তাড়ানো৷
advertisement
এই কাজের জন্য আপনার প্রথমে লাগবে কয়েকটি ছেঁড়া ন্যাকড়া বা কাপড়ের টুকরো৷ প্রথমে একটি ছোট বাটি নিন৷ তারপর তাতে একে একে দিন এক থেকে দেড় চা চামচ আটা, দু’চিমটে কর্পূর, খানিকটা লাল লঙ্কার গুঁড়ো এবং একটি শ্যাম্পুর পাতার গোটাটা। এবার এই সবকিছুতে জল মিশিয়ে ভাল করে একটি পেস্ট তৈরি করুন।
advertisement
এরপরে হাতে গ্লাভস পরে পেস্টটি একটি ব্রাশের সাহায্যে কাপড়ের টুকরোগুলিতে মিশ্রণটিকে ভাল করে লাগিয়ে নিন৷ এক্ষেত্রে, গ্লাভস পরা গুরুত্বপূর্ণ কারণ, কোনও ভাবে হাতে লঙ্কার গুঁড়োর পেস্ট লেগে গেলে জ্বালা করতে পারে৷
advertisement
এরপর বাড়ির যে যে জায়গায় ইঁদুরের যাতায়াত রয়েছে সেই সেই জায়গায় কাপড়গুলিকে রেখে দিন৷ মিশ্রণটির সংস্পর্শে আসামাত্রই ইঁদুরদের হাত-পা, মুখ জ্বালা করবে, এতে ইঁদুররা ভয় পেয়ে আর ওই পথ মারাবে না৷
advertisement
এই পদ্ধতি ছাড়াও তামাক দিয়েও এই একই ধরনের প্রতিকার পাওয়া যায়৷ সেক্ষেত্রে, বেসন, ময়দা এবং তামাক মিশিয়ে একটি পেস্ট বানাতে হবে আপনাকে৷ তারপরে তা দিয়ে তৈরি করতে হবে ছোট ছোট গুলি৷ ঘরের প্রতিটি কোণায় সেই গুলি রাখলে ইঁদুর আর ওমুখো হবে না৷
advertisement