Kitchen Chimney Cleaning Tips: রান্নাঘরে তেল চিটচিটে চিমনি? কয়েকটা উপায়ে একেবারে নতুনের মতো ঝকঝকে হবে, ১ টাকাও লাগবে না
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
চিমনি অল্প নোংরা হলে, ভিনিগার ব্যবহার করার চেষ্টা করুন৷ তবে চিমনির ফিল্টার ধোয়ার পরিবর্তে, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন৷
রান্নাঘরকে পরিষ্কার রাখতে চিমনির এখন প্রায় অপরিহার্য হয়ে উঠছে৷ কিন্তু সমস্যা হল, খাবারের তেম, মশলা চিমনির গায়ে লেগে যায়৷ তাই প্রতিদিন পরিষ্কার না করলে দেখতে খুব খারাপ লাগে৷ চিমনি পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক আনতে হলে, তা বেশ পরিশ্রমের, তেমনই খরচসাপেক্ষ৷ তাই চেষ্টা করুন, সপ্তাহে অন্তত একবার ঘরোয়া টিপসের সাহায্যে চিমনি পরিষ্কার করুন৷
advertisement
advertisement
advertisement
advertisement