এক কেজি মাংস কতজন ভালভাবে খেতে পারে? রান্নার জন্য দরকারি হিসেব, বাঁচবে টাকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mutton- পাঁঠার মাংসের ঝোলে আলু দিলে আপনারই লাভ। তাতে মাংসের হিসেব একটু এদিক-ওদিক হবে। কারণ যাঁরা খাবেন, তারা আলু খাওয়ার ফলে কিছুটা মাংস কম খেতে পারেন।
advertisement
advertisement
বাঙালির প্রিয় কচি পাঠার ঝোল হোক বা কষা, খাসা এই ডিসে পেট-মন সবই ভরে ৷ তবে বেশিরভাগ বাড়িতে পাঠার মাংসা বা রেড মিট এখন কদাচিত হয়ে থাকে ৷ এক, পাঠার মাংসের দাম অনেকটাই বেশি (৮৫০-৯০০ টাকা প্রতি কেজি), দুই, টেস্টে বেস্ট হলেও খাদ্যগুণে মুরগির থেকে অনেক অংশে পিছিয়ে ৷ বাড়িতে রেট মিট না খাওয়া বা আনার পিছনে দ্বিতীয় কারণটাই অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব পায় ৷ তবে গবেষণা বলছে পাঠার গুণ নেহাত কম নয়! খেতেও যেমন সুস্বাদু, গুণেও তেমন ভরপর বাঙালির প্রিয় পাঠার মাংস।
advertisement
advertisement
advertisement