

১) সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের জন্য প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তেমনই কিছু ঘটনার বিবরণ ছবিতে তুলে ধরা হল। গত বছর একাধিক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ প্রত্যক্ষ করেছে বিশ্ব। কিন্তু ২০২১ সালের উত্তরাখণ্ড সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। বিজ্ঞানীদের মতে, ধসের কারণে কিংবা হিমবাহ ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে। কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে ইউনেস্কোর (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের (World Heritage Site) তকমা পাওয়া নন্দাদেবী ন্যাশনাল পার্ক। জলের তোড়ে ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের চামোলি জেলা। দুর্ঘটনায় প্রায় ৭০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। (ছবি সৌজন্যে : রয়টার্স)


২) উত্তরাখণ্ডের উত্তর অংশের তপোবনে হিমাবাহ ফেটে দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য টানেলের ভিতর প্রবেশ করছেন এক উদ্ধারকর্মী। (ছবি সৌজন্যে : রয়টার্স)


৩) ২০২০ সালে প্রচণ্ড দাবদাহে আগুন লেগেছিল ক্যালিফোর্নিয়ার ২৯টি বনাঞ্চলে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪,৩৯৭,৮০৯ একর বনভূমি। ১০০ মিলিয়ন (মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ শতাংশ) একর জমিও অগ্নিকাণ্ডে তছনছ হয়ে যায়। ছবিতে রয়েছে ক্যালিফোর্নিয়ার ইয়রবা লিন্ডার বিভীষিকার প্রমাণ। (ছবি সৌজন্যে : রয়টার্স)


৪) ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনাতে দাউদাউ করে পুড়ছে বাড়ি। (ছবি সৌজন্যে : রয়টার্স/স্টিফেন লাম)


৫) জলবায়ু পরিবর্তনের জেরে প্রাকৃতিক ধ্বংসলীলার প্রমাণ পাওয়া যায় গত বছর, যখন ঘূর্ণিঝড় আম্ফানে তছনছ হয়ে যায় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। বিশেষজ্ঞরা অপরিকল্পিত ভাবে নগরায়ণ ও ম্যানগ্রোভ ছেদনকে এই দুর্যোগের জন্য দায়ী করছেন। ভারত মহাসাগরে উষ্ণতা বেড়ে যাওয়ায় আগামী দিনে ভারতের পশ্চিম উপকূলভাগে আছড়ে পড়তে চলা ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়বে বলে আশাঙ্কা প্রকাশ করা হয়েছে। (ছবি সৌজন্যে : রয়টার্স/রূপক দে চৌধুরি)


৬) পশ্চিবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড় আম্ফানের কারণে উপড়ে পড়া গাছের নিচ দিয়ে সন্তর্পণে সাইকেল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। (ছবি সৌজন্যে : রয়টার্স/রূপক দে চৌধুরি)


৭) পঙ্গপালের ব্যাপক আক্রমণে ভারতীয় উপমহাদেশ, পূর্ব আফ্রিকা এবং আরবে খাদ্য সরবরাহ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। গত পাঁচ বছর ধরে বাড়তে থাকা তাপমাত্রার জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। (ছবি সৌজন্যে : রয়টার্স)


৮) গবেষেণা থেকে এও জানা গিয়েছে যে পূর্ব আফ্রিকায় লাগাতার বৃষ্টি এবং ঝড়ের কারণেও লাগামছাড়া হয়েছে পঙ্গপালের আক্রমণ। ইথিওপিয়ার আমহারা রিজিওনের জাওয়াহা গ্রামে পঙ্গপালের কাছে পৌঁছে গিয়েছেন জামাল আহমেদ নামে ৩৮ বছরের এক ব্যক্তি। (ছবি সৌজন্যে : রয়টার্স/টিকসা নেগেরি)


৯) ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানল শেষ হয় ২০২০ সালের মার্চে। আগুনে নিউ সাউথ ওয়েলসে ১৮.৬ মিলিয়ন হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারান ৩৪ জন। জতুগৃহে পরিণত হয় নিউ সাউথ ওয়েলসের সবুজে ঘেরা ক্যাঙারু ভ্যালি। প্রাণ হারায় অন্যান্য প্রাণীও। (ছবি সৌজন্যে : রয়টার্স/থমাস পিটার)