Conjunctivitis Home Remedies: কনজাংটিভাইটিস, আঞ্জনিতে চোখ কড়কড় করছে? জবাফুলের মতো লাল? সমানে জল পড়ছে? রইল আরামের ঘরোয়া টোটকা

Last Updated:
Conjunctivitis Home Remedies: চোখের যে কোনও সমস্যায় যেতে হবে ডাক্তারের কাছে। তবে বর্ষাকালে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে একাধিক ঘরোয়া টোটকা আছে।
1/10
বর্ষায় কনজাংটিভাইটিস, আঞ্জনি-সহ চোখের নানা সংক্রমণ বেড়ে যায়। চোখ জবাফুলের মতো লাল হয়ে যায়। ফোলা চোখ থেকে কড়কড় করে জল পড়তে থাকে।
বর্ষায় কনজাংটিভাইটিস, আঞ্জনি-সহ চোখের নানা সংক্রমণ বেড়ে যায়। চোখ জবাফুলের মতো লাল হয়ে যায়। ফোলা চোখ থেকে কড়কড় করে জল পড়তে থাকে।
advertisement
2/10
চোখের যে কোনও সমস্যায় যেতে হবে ডাক্তারের কাছে। তবে বর্ষাকালে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে একাধিক ঘরোয়া টোটকা আছে। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মনদীপ সিং বসু।
চোখের যে কোনও সমস্যায় যেতে হবে ডাক্তারের কাছে। তবে বর্ষাকালে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে একাধিক ঘরোয়া টোটকা আছে। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মনদীপ সিং বসু।
advertisement
3/10
ত্রিফলা ভেজানো জল দিয়ে চোখ ধুয়ে িনন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ চোখ পরিষ্কার রাখে।
ত্রিফলা ভেজানো জল দিয়ে চোখ ধুয়ে িনন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ চোখ পরিষ্কার রাখে।
advertisement
4/10
চোখে কোনও সংক্রমণ হলে হলুদ ও মধুর মিশ্রণ তৈরি করে চোখের চারপাশে হাল্কা হাতে মালিশ করুন। এতে ফোলাভাব কমবে।
চোখে কোনও সংক্রমণ হলে হলুদ ও মধুর মিশ্রণ তৈরি করে চোখের চারপাশে হাল্কা হাতে মালিশ করুন। এতে ফোলাভাব কমবে।
advertisement
5/10
অ্যালোভেরা বা ঘৃতকুমারী সংক্রমণের তীব্রতা কমায়। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য কমিয়ে দেবে চোখের ফোলাভাব।
অ্যালোভেরা বা ঘৃতকুমারী সংক্রমণের তীব্রতা কমায়। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য কমিয়ে দেবে চোখের ফোলাভাব।
advertisement
6/10
নিমপাতা ফোটানো জলেও ধুতে পারেন সংক্রমিত চোখ।
নিমপাতা ফোটানো জলেও ধুতে পারেন সংক্রমিত চোখ।
advertisement
7/10
বেলপাতার ক্বাত্থ তৈরি করুন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণে চোখের সংক্রমণ এবং ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণে থাকে।
বেলপাতার ক্বাত্থ তৈরি করুন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণে চোখের সংক্রমণ এবং ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণে থাকে।
advertisement
8/10
রাতে যেন ৭-৮ ঘণ্টা আপনার বাচ্চা ঘুমোয়, সেদিকে খেয়াল রাখুন।
রাতে যেন ৭-৮ ঘণ্টা আপনার বাচ্চা ঘুমোয়, সেদিকে খেয়াল রাখুন।
advertisement
9/10
টিভি, মোবাইল, কম্পিউটার মিলিয়ে বাচ্চার স্ক্রিনটাইম কমিয়ে দিন।
টিভি, মোবাইল, কম্পিউটার মিলিয়ে বাচ্চার স্ক্রিনটাইম কমিয়ে দিন।
advertisement
10/10
দরকারে বাচ্চাকে প্রোটেক্টিভ আইওয়্যার দিন। তাহলে ধুলোবালি, দূষক, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষিত থাকবে।
দরকারে বাচ্চাকে প্রোটেক্টিভ আইওয়্যার দিন। তাহলে ধুলোবালি, দূষক, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষিত থাকবে।
advertisement
advertisement
advertisement