High Blood Sugar Control Tips: 'বিষের' চেয়েও ভয়ঙ্কর...! ডায়াবেটিস রোগীরা ছুঁয়েও দেখবেন না এই ছয় 'জিনিস'! চড়চড় করে চড়বে সুগার লেভেল! ঝাঁঝরা করে দেবে শরীর
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Food Increase Blood Sugar Level: বেশিরভাগ ক্ষেত্রেই ভুল খাদ্যাভ্যাস এবং খারাপ জীবনযাত্রার কারণে ডায়াবেটিস হয়। রক্তে শর্করার বৃদ্ধি হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস এবং চোখ সহ শরীরের অনেক অঙ্গের ক্ষতি করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রক্রিয়াজাত চিনিযুক্ত খাবার: বিশেষজ্ঞদের মতে, যেসব খাবারে খুব বেশি চিনি থাকে বা খুব বেশি কার্বোহাইড্রেট থাকে সেগুলি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। রুটি, মাফিন, কেক, ক্র্যাকার, পাস্তার মতো জিনিসে প্রচুর কার্বোহাইড্রেট পাওয়া যায়। এমন পরিস্থিতিতে সাদা ময়দা, সাদা চিনি এবং সাদা চাল দিয়ে তৈরি খাবার খাওয়া এড়িয়ে চলুন।
advertisement
সফ্ট ড্রিংক বা কোমল পানীয়: কোমল পানীয় তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু কোমল পানীয়ের অনেক অসুবিধা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র দুবার সফ্ট ড্রিঙ্কস পান করলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি ২৬ শতাংশ বেড়ে যায়। সোডা, মিষ্টি চা, ফলের রস এবং লেমনেড অতিরিক্ত সেবনের কারণে রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি পায়।
advertisement
advertisement
advertisement