Sugar Fall Symptoms: সুগার ফল হওয়ার লক্ষণগুলো জানেন...না চিনে রাখলে হতে পারে মৃত্যুও, যখন তখন আসতে পারে বিপদ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর মতে, রক্তে শর্করার কম হওয়ার সমস্যাকে ডাক্তারি ভাষায় হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। এর মূলত ৫টি লক্ষণ রয়েছে৷
advertisement
কারও যদি ডায়াবেটিস থাকে তাহলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকেরা তাঁকে বিশেষ কিছু ওষুধ দিয়ে থাকেন৷ পাশাপাশি, তাঁর সুগার ফল অর্থাৎ, হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ সম্পর্কেও সাবধান করে দিয়ে থাকেন তাঁদের৷ তবে অনেক মানুষই সুগার ফলের লক্ষণ এবং ঘটনার গুরুত্ব সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নন৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, ঠিক সময়ে হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা শুরু না করলে সংশ্লিষ্ট মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে৷
advertisement
ডায়াবেটিস এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায়। রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা ১০০-১২০ mg/dL থাকে। কিন্তু, সুগারের মাত্রা এর বেশি হলে ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। তবে শর্করার পরিমাণ ৭০ mg/dL এর নীচে নেমে গেলেও মানুষকে সুগার ফলের সমস্যায় ভুগতে হতে পারে। অপরদিকে এই সংখ্যাটা ৫০ এমজি/ডিএল-এর নীচে গেলে হয় সিভিয়র হাইপোগ্লাইমেসেমিয়া। রক্তে কম মাত্রার শর্করাও মারাত্মক প্রাণঘাতী হতে পারে। আজ আমরা আপনাকে জানাব রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণ এবং লক্ষণ কী কী!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement