Healthy Lifestyle: তুমুল ঝগড়ার পর এইভাবে মিলন হবে আরও সুখকর, শরীরের চাহিদা বেড়ে যাবে তিনগুণ! দীর্ঘ হবে যৌন মিলন

Last Updated:
Healthy Lifestyle: সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ঝগড়া হওয়া স্বাভাবিক ঘটনা। কীভাবে আবার সম্পর্ক ঠিক করা যাবে? এটাই বড় প্রশ্ন
1/9
সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ঝগড়া হওয়া স্বাভাবিক ঘটনা। কীভাবে আবার সম্পর্ক ঠিক করা যাবে? এটাই বড় প্রশ্ন। অনেকেই ক্ষেত্রেই কিন্তু সম্পর্কের তীব্র কলহ শেষ পর্যন্ত গিয়ে থামে উদ্দাম শারীরিক মিলনে, একে অপরের শরীরে মিশে কথা কাটাকাটি শেষ হয়।
সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ঝগড়া হওয়া স্বাভাবিক ঘটনা। কীভাবে আবার সম্পর্ক ঠিক করা যাবে? এটাই বড় প্রশ্ন। অনেকেই ক্ষেত্রেই কিন্তু সম্পর্কের তীব্র কলহ শেষ পর্যন্ত গিয়ে থামে উদ্দাম শারীরিক মিলনে, একে অপরের শরীরে মিশে কথা কাটাকাটি শেষ হয়।
advertisement
2/9
ঝগড়ার পরে এই শারীরিক ভাবে মিলিত হওয়াটাকে ইংরেজিত মেকআপ সঙ্গম নাম দেওয়া হয়েছে। এটা যৌন মিলনের একটি পারিভাষিক শব্দ বই আর কিছু নয়, যার আমেজ একটি অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের পরে অনুভব করা যেতে পারে। এই দ্বন্দ্বগুলো ছোটখাট তর্ক থেকে শুরু করে সাময়িক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে যৌনতা আরও তৃপ্তিদায়ক হয় এবং তা মানসিক শান্তি নিয়ে আসে বলেও মনে করা হয়।
ঝগড়ার পরে এই শারীরিক ভাবে মিলিত হওয়াটাকে ইংরেজিত মেকআপ সঙ্গম নাম দেওয়া হয়েছে। এটা যৌন মিলনের একটি পারিভাষিক শব্দ বই আর কিছু নয়, যার আমেজ একটি অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের পরে অনুভব করা যেতে পারে। এই দ্বন্দ্বগুলো ছোটখাট তর্ক থেকে শুরু করে সাময়িক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে যৌনতা আরও তৃপ্তিদায়ক হয় এবং তা মানসিক শান্তি নিয়ে আসে বলেও মনে করা হয়।
advertisement
3/9
বুঝে নিতে অসুবিধা নেই, এখানে ঝগড়ার পরিণতি দুটি উপায়ের মধ্যে একটি হতে পারে- হয় রাগ না কমা পর্যন্ত উভয়েই ঘনিষ্ঠতা এড়ায় বা সম্পর্ক মসৃণ করার চেষ্টায় শারীরিক মিলনের দিকে এগিয়ে যায়। ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য শারীরিক সম্পর্ক করা প্রাথমিক ভাবে অদ্ভুত বলে মনে হতে পারে।
বুঝে নিতে অসুবিধা নেই, এখানে ঝগড়ার পরিণতি দুটি উপায়ের মধ্যে একটি হতে পারে- হয় রাগ না কমা পর্যন্ত উভয়েই ঘনিষ্ঠতা এড়ায় বা সম্পর্ক মসৃণ করার চেষ্টায় শারীরিক মিলনের দিকে এগিয়ে যায়। ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য শারীরিক সম্পর্ক করা প্রাথমিক ভাবে অদ্ভুত বলে মনে হতে পারে।
advertisement
4/9
তবে, এটা অস্বাভাবিক নয়। কেন, সেটাও ব্যাখ্য়া করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু তার আগে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন- এটি কি সম্পর্কের জন্য সামগ্রিকভাবে খুব ভালো কিছু?
তবে, এটা অস্বাভাবিক নয়। কেন, সেটাও ব্যাখ্য়া করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু তার আগে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন- এটি কি সম্পর্কের জন্য সামগ্রিকভাবে খুব ভালো কিছু?
advertisement
5/9
উত্তর দেওয়ার আগে প্রথমে মেকআপ সঙ্গম কেন হয় সে সম্পর্কে জানা যাক। কেন লড়াই যৌনতার দিকে নিয়ে যায়? ঝগড়া খুব তীব্র একটা অনুভূতি জাগিয়ে তুলতে পারে। এই অনুভূতিগুলো এবং তাদের সঙ্গে জুড়ে থাকা শক্তিকে কোথাও একটা যেতে হবে, তাই কিছু লোকের ক্ষেত্রে তা যৌন শক্তিতে পরিণত হয়।
উত্তর দেওয়ার আগে প্রথমে মেকআপ সঙ্গম কেন হয় সে সম্পর্কে জানা যাক। কেন লড়াই যৌনতার দিকে নিয়ে যায়? ঝগড়া খুব তীব্র একটা অনুভূতি জাগিয়ে তুলতে পারে। এই অনুভূতিগুলো এবং তাদের সঙ্গে জুড়ে থাকা শক্তিকে কোথাও একটা যেতে হবে, তাই কিছু লোকের ক্ষেত্রে তা যৌন শক্তিতে পরিণত হয়।
advertisement
6/9
কারও কারও ক্ষেত্রে মেকআপ সঙ্গম সম্পর্ককে আবার সঠিক খাতে ফিরিয়ে আনতে সাহায্য করে। অন্যদের জন্য, এটি চাপ কমানো এবং সম্পর্কের মধ্যে আশঙ্কাকে প্রশমিত করার একটি উপায় মাত্র বলে মত দেন বিশেষজ্ঞরা।
কারও কারও ক্ষেত্রে মেকআপ সঙ্গম সম্পর্ককে আবার সঠিক খাতে ফিরিয়ে আনতে সাহায্য করে। অন্যদের জন্য, এটি চাপ কমানো এবং সম্পর্কের মধ্যে আশঙ্কাকে প্রশমিত করার একটি উপায় মাত্র বলে মত দেন বিশেষজ্ঞরা।
advertisement
7/9
তাহলে কি মেকআপ সঙ্গম সম্পর্কের জন্য ভালো বলেই ধরে নিতে হবে? প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে যৌনতা নিঃসন্দেহেই সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে বন্ধনকে আরও গাঢ় করার একটি উপায়। মেকআপ সঙ্গম না বলেই এক্ষেত্রে অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে।
তাহলে কি মেকআপ সঙ্গম সম্পর্কের জন্য ভালো বলেই ধরে নিতে হবে? প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে যৌনতা নিঃসন্দেহেই সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে বন্ধনকে আরও গাঢ় করার একটি উপায়। মেকআপ সঙ্গম না বলেই এক্ষেত্রে অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে।
advertisement
8/9
যাই হোক, সম্পর্কের আসল সমস্যাগুলো সম্পর্কে কথা বলা এড়াতে যৌনতাকে একটি উপায় হিসাবে ব্যবহার না করার বিষয়েও সতর্ক থাকতে হবে। তাই ঝগড়া যৌনতার দিকে গেলেও তার পরের ধাপে সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে কথা বলাটাও জরুরি। কথা বলার জন্যও সময় বের করতে হবে।
যাই হোক, সম্পর্কের আসল সমস্যাগুলো সম্পর্কে কথা বলা এড়াতে যৌনতাকে একটি উপায় হিসাবে ব্যবহার না করার বিষয়েও সতর্ক থাকতে হবে। তাই ঝগড়া যৌনতার দিকে গেলেও তার পরের ধাপে সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে কথা বলাটাও জরুরি। কথা বলার জন্যও সময় বের করতে হবে।
advertisement
9/9
অন্যথায়, সম্পর্কের সমস্যার কোন বাস্তব সমাধান খুঁজে না পেয়ে কেবল লড়াই এবং তার পর যৌনতার একটি চক্রে আটকে পড়তে হবে। বলাই বাহুল্য, এরকম চলতে থাকলে এক সময়ে শারীরিক টান ফুরিয়ে যাবে, সেই সঙ্গে সম্পর্কও!
অন্যথায়, সম্পর্কের সমস্যার কোন বাস্তব সমাধান খুঁজে না পেয়ে কেবল লড়াই এবং তার পর যৌনতার একটি চক্রে আটকে পড়তে হবে। বলাই বাহুল্য, এরকম চলতে থাকলে এক সময়ে শারীরিক টান ফুরিয়ে যাবে, সেই সঙ্গে সম্পর্কও!
advertisement
advertisement
advertisement