শারীরিক মিলনে চরম যৌন সুখ উপভোগ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় তো আছেই। কিন্তু অনেক সময়ই শারীরিক মিলন ভীষণই একঘেয়ে হয়ে ওঠে। তাই এই একঘেয়েমি কাটাতে অনেকেই শারীরিক মিলনকালে ভিন্ন ভিন্ন ভঙ্গি ট্রাই করে থাকেন। কিন্তু সেটাও অনেক সময় একঘেয়ে অথবা বোরিং হয়ে ওঠে। তাই শারীরিক মিলনের সময় কিছু সাধারণ এবং ছোট ছোট সরঞ্জাম (Props) ট্রাই করেও যৌন সঙ্গম উপভোগ করা সম্ভব। আজ সেই বিষয়েই আলোচনা করা যাক।
শারীরিক মিলন কালে নিজেদের চাক্ষুষ করা: শারীরিক মিলনের সময় নিজেদের যৌন সুখে তৃপ্ত হতে দেখার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে। আর এতে নিজের উপর আত্মবিশ্বাসটাও কয়েক গুণ বেড়ে যায়। শুধু তা-ই নয়, ভালবাসায় শারীরিক ভাবে মিলিত হওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়। আবার গবেষণায় দেখা গিয়েছে যে, শারীরিক মিলন সময় মহিলাদের মাথায় এমন কিছু কথা ঘুরপাক খায়, যার সঙ্গে সঙ্গমের কোনও রকম সম্পর্ক নেই। কিন্তু আয়না দেখে সঙ্গম করলে মহিলাদের মাথায় আর সেই সব চিন্তা আসবে না।
তৈরি হবে মুহূর্তের স্মৃতি: ইন্টারনেটে এই সংক্রান্ত ওয়েবসাইটে ঢুঁ মারার থেকে নিজেদের শারীরিক সুখে তৃপ্ত হতে দেখার আনন্দ ঢের বেশি! আর যৌন মিলনের সময় নিজেদের দেখার সব থেকে নিরাপদ উপায় বোধহয় আয়নাই! সামনে থেকে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে যৌন তৃপ্তি উপভোগের দৃশ্য মনের মণিকোঠাতে বন্দি হবে! তৈরি হবে সুন্দর-আদুরে মুহূর্ত এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধনও দৃঢ় হবে!