Healthy Lifestyle: আয়নার সামনে সঙ্গম করলে কী হয় জানেন ? বদলে যাবে জীবন

Last Updated:
Healthy Lifestyle: শারীরিক মিলনের ক্ষেত্রে যাতে একঘেয়েমি না-আসে, তার জন্য আয়না ব্যবহার করা যেতে পারে
1/7
ভালবাসায় শরীরের মিলনেই কাছাকাছি আসে দু’টি মন। প্রগাঢ় ও মজবুত হয় সম্পর্কের বাঁধনও। আসলে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই যৌন মিলন বা শারীরিক মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে প্রেমেই হোক কিংবা দাম্পত্যে!
ভালবাসায় শরীরের মিলনেই কাছাকাছি আসে দু’টি মন। প্রগাঢ় ও মজবুত হয় সম্পর্কের বাঁধনও। আসলে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই যৌন মিলন বা শারীরিক মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে প্রেমেই হোক কিংবা দাম্পত্যে!
advertisement
2/7
শারীরিক মিলনে চরম যৌন সুখ উপভোগ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় তো আছেই। কিন্তু অনেক সময়ই শারীরিক মিলন ভীষণই একঘেয়ে হয়ে ওঠে। তাই এই একঘেয়েমি কাটাতে অনেকেই শারীরিক মিলনকালে ভিন্ন ভিন্ন ভঙ্গি ট্রাই করে থাকেন। কিন্তু সেটাও অনেক সময় একঘেয়ে অথবা বোরিং হয়ে ওঠে। তাই শারীরিক মিলনের সময় কিছু সাধারণ এবং ছোট ছোট সরঞ্জাম (Props) ট্রাই করেও যৌন সঙ্গম উপভোগ করা সম্ভব। আজ সেই বিষয়েই আলোচনা করা যাক।
শারীরিক মিলনে চরম যৌন সুখ উপভোগ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় তো আছেই। কিন্তু অনেক সময়ই শারীরিক মিলন ভীষণই একঘেয়ে হয়ে ওঠে। তাই এই একঘেয়েমি কাটাতে অনেকেই শারীরিক মিলনকালে ভিন্ন ভিন্ন ভঙ্গি ট্রাই করে থাকেন। কিন্তু সেটাও অনেক সময় একঘেয়ে অথবা বোরিং হয়ে ওঠে। তাই শারীরিক মিলনের সময় কিছু সাধারণ এবং ছোট ছোট সরঞ্জাম (Props) ট্রাই করেও যৌন সঙ্গম উপভোগ করা সম্ভব। আজ সেই বিষয়েই আলোচনা করা যাক।
advertisement
3/7
বলা হয়, শারীরিক মিলনের ক্ষেত্রে যাতে একঘেয়েমি না-আসে, তার জন্য আয়না (Mirror) ব্যবহার করা যেতে পারে। সে আবার কী! এখানে বলা হচ্ছে, আয়নার সামনে সঙ্গম কথা!অর্থাৎ ঘরে আয়না রেখে তার সামনেও সঙ্গম উপভোগ করা যায়। এই বিষয়টাই আরও সহজ ভাবে ভেঙে বলা যাক।
বলা হয়, শারীরিক মিলনের ক্ষেত্রে যাতে একঘেয়েমি না-আসে, তার জন্য আয়না (Mirror) ব্যবহার করা যেতে পারে। সে আবার কী! এখানে বলা হচ্ছে, আয়নার সামনে সঙ্গম কথা!অর্থাৎ ঘরে আয়না রেখে তার সামনেও সঙ্গম উপভোগ করা যায়। এই বিষয়টাই আরও সহজ ভাবে ভেঙে বলা যাক।
advertisement
4/7
শারীরিক মিলন কালে নিজেদের চাক্ষুষ করা: শারীরিক মিলনের সময় নিজেদের যৌন সুখে তৃপ্ত হতে দেখার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে। আর এতে নিজের উপর আত্মবিশ্বাসটাও কয়েক গুণ বেড়ে যায়। শুধু তা-ই নয়, ভালবাসায় শারীরিক ভাবে মিলিত হওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়। আবার গবেষণায় দেখা গিয়েছে যে, শারীরিক মিলন সময় মহিলাদের মাথায় এমন কিছু কথা ঘুরপাক খায়, যার সঙ্গে সঙ্গমের কোনও রকম সম্পর্ক নেই। কিন্তু আয়না দেখে সঙ্গম করলে মহিলাদের মাথায় আর সেই সব চিন্তা আসবে না।
শারীরিক মিলন কালে নিজেদের চাক্ষুষ করা: শারীরিক মিলনের সময় নিজেদের যৌন সুখে তৃপ্ত হতে দেখার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে। আর এতে নিজের উপর আত্মবিশ্বাসটাও কয়েক গুণ বেড়ে যায়। শুধু তা-ই নয়, ভালবাসায় শারীরিক ভাবে মিলিত হওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়। আবার গবেষণায় দেখা গিয়েছে যে, শারীরিক মিলন সময় মহিলাদের মাথায় এমন কিছু কথা ঘুরপাক খায়, যার সঙ্গে সঙ্গমের কোনও রকম সম্পর্ক নেই। কিন্তু আয়না দেখে সঙ্গম করলে মহিলাদের মাথায় আর সেই সব চিন্তা আসবে না।
advertisement
5/7
নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বাড়বে: শারীরিক মিলনের সময় আয়নায় চোখ রাখলে আত্মবিশ্বাস বাড়বে। সেই সঙ্গে এতে নিজের শরীরের প্রতি ভালোবাসাও বাড়বে। আসলে শরীরের আকার-ধরন যেমনই হোক না-কেন, শারীরিক মিলনের সময় সঙ্গীকে তৃপ্ত হতে দেখলে নিজের শরীরের প্রতি ভালবাসা ও আত্মবিশ্বাস- দুইই বেড়ে যাবে।
নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বাড়বে: শারীরিক মিলনের সময় আয়নায় চোখ রাখলে আত্মবিশ্বাস বাড়বে। সেই সঙ্গে এতে নিজের শরীরের প্রতি ভালোবাসাও বাড়বে। আসলে শরীরের আকার-ধরন যেমনই হোক না-কেন, শারীরিক মিলনের সময় সঙ্গীকে তৃপ্ত হতে দেখলে নিজের শরীরের প্রতি ভালবাসা ও আত্মবিশ্বাস- দুইই বেড়ে যাবে।
advertisement
6/7
নতুন নতুন ভঙ্গি ট্রাই করার উৎসাহ বাড়বে: অনেকেই শারীরিক মিলনের সময় ভিন্ন ভিন্ন ভঙ্গি ট্রাই করেন এবং এই বিষয়টাকে বেশ উপভোগও করে থাকেন। আর আয়না দেখে যৌন মিলন করলে নতুন নতুন ভঙ্গি ট্রাই করে দেখার উৎসাহও কয়েক গুণ বেড়ে যাবে। এতে একঘেয়েমি তো কাটবেই, সেই সঙ্গে যৌন তৃপ্তিও চরমে পৌঁছবে।
নতুন নতুন ভঙ্গি ট্রাই করার উৎসাহ বাড়বে: অনেকেই শারীরিক মিলনের সময় ভিন্ন ভিন্ন ভঙ্গি ট্রাই করেন এবং এই বিষয়টাকে বেশ উপভোগও করে থাকেন। আর আয়না দেখে যৌন মিলন করলে নতুন নতুন ভঙ্গি ট্রাই করে দেখার উৎসাহও কয়েক গুণ বেড়ে যাবে। এতে একঘেয়েমি তো কাটবেই, সেই সঙ্গে যৌন তৃপ্তিও চরমে পৌঁছবে।
advertisement
7/7
তৈরি হবে মুহূর্তের স্মৃতি: ইন্টারনেটে এই সংক্রান্ত ওয়েবসাইটে ঢুঁ মারার থেকে নিজেদের শারীরিক সুখে তৃপ্ত হতে দেখার আনন্দ ঢের বেশি! আর যৌন মিলনের সময় নিজেদের দেখার সব থেকে নিরাপদ উপায় বোধহয় আয়নাই! সামনে থেকে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে যৌন তৃপ্তি উপভোগের দৃশ্য মনের মণিকোঠাতে বন্দি হবে! তৈরি হবে সুন্দর-আদুরে মুহূর্ত এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধনও দৃঢ় হবে!
তৈরি হবে মুহূর্তের স্মৃতি: ইন্টারনেটে এই সংক্রান্ত ওয়েবসাইটে ঢুঁ মারার থেকে নিজেদের শারীরিক সুখে তৃপ্ত হতে দেখার আনন্দ ঢের বেশি! আর যৌন মিলনের সময় নিজেদের দেখার সব থেকে নিরাপদ উপায় বোধহয় আয়নাই! সামনে থেকে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে যৌন তৃপ্তি উপভোগের দৃশ্য মনের মণিকোঠাতে বন্দি হবে! তৈরি হবে সুন্দর-আদুরে মুহূর্ত এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধনও দৃঢ় হবে!
advertisement
advertisement
advertisement