পর্ন আসক্তি কি 'সত্যি'? যে আচরণই সব বলে দেয়...

Last Updated:
1/6
অনেক পর্ন সাইট বন্ধ করে দেওয়া হয়েছে৷ ইন্টারনেট পর্নোগ্রাফি দেখতে পাচ্ছেন না৷ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থে পর্ন সাইটে চোখ রাখেন অনেকেই৷ কিন্ত‌ু, কোনও কিছুই যে বেশি ভালো নয়৷ ফলে অচিরেই ইন্টারনেট পর্নে আসক্তি চলে আসে৷ যা পরবর্তী কালে মারাত্মক মানসিক রোগে পরিণত হয়৷
অনেক পর্ন সাইট বন্ধ করে দেওয়া হয়েছে৷ ইন্টারনেট পর্নোগ্রাফি দেখতে পাচ্ছেন না৷ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থে পর্ন সাইটে চোখ রাখেন অনেকেই৷ কিন্ত‌ু, কোনও কিছুই যে বেশি ভালো নয়৷ ফলে অচিরেই ইন্টারনেট পর্নে আসক্তি চলে আসে৷ যা পরবর্তী কালে মারাত্মক মানসিক রোগে পরিণত হয়৷
2/6
মনোবিদরা বলছেন, পর্ন আসক্তদের সবচেয়ে বেশি প্রভাব পড়ে ব্যবহারে৷ ব্যবহারের মধ্যে একটি নেতিবাচক এনার্জি প্রকাশ পায়৷ অন্য কাজ বাদ দিয়ে বেশির ভাগ সময় পর্ন সাইটে কাটালে কুপ্রভাব পড়ে কেরিয়ারে, সম্পর্কে ও মনে৷
মনোবিদরা বলছেন, পর্ন আসক্তদের সবচেয়ে বেশি প্রভাব পড়ে ব্যবহারে৷ ব্যবহারের মধ্যে একটি নেতিবাচক এনার্জি প্রকাশ পায়৷ অন্য কাজ বাদ দিয়ে বেশির ভাগ সময় পর্ন সাইটে কাটালে কুপ্রভাব পড়ে কেরিয়ারে, সম্পর্কে ও মনে৷
3/6
আমেরিকান সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশন পর্ন অ্যাডিকশন বা আসক্তিকে হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডারের সাবক্যাটেগরিতে রেখেছে৷ কিন্তু পর্ন আসক্তির চিকিত্‍‌সা বা মনরোগ আখ্যা দেওয়ার মতো বিজ্ঞানসম্মত প্রমাণ পাননি বিজ্ঞানীরা৷
আমেরিকান সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশন পর্ন অ্যাডিকশন বা আসক্তিকে হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডারের সাবক্যাটেগরিতে রেখেছে৷ কিন্তু পর্ন আসক্তির চিকিত্‍‌সা বা মনরোগ আখ্যা দেওয়ার মতো বিজ্ঞানসম্মত প্রমাণ পাননি বিজ্ঞানীরা৷
4/6
পর্ন আসক্তির কয়েকটি লক্ষণ হল, পর্ন না দেখার সময়েও মনে যৌন চিন্তা৷ কাজের সময় বা ইন্টারনেটে অন্য কাজ করার সময় পর্ন সাইটে ক্লিক করা৷ জীবনের অন্য সব কিছু ভুলে, এমনকী ঘুম পেলেও, পর্ন সাইটেই চোখ রাখা৷ সবচেয়ে মারাত্মক হল, বিছানায় সঙ্গী বা সঙ্গিনীর থেকে বিকৃত যৌন ইচ্ছে আশা করা এবং তা না পাওয়ার ক্ষোভ৷ যার প্রভাব পড়ে সম্পর্কেও৷
পর্ন আসক্তির কয়েকটি লক্ষণ হল, পর্ন না দেখার সময়েও মনে যৌন চিন্তা৷ কাজের সময় বা ইন্টারনেটে অন্য কাজ করার সময় পর্ন সাইটে ক্লিক করা৷ জীবনের অন্য সব কিছু ভুলে, এমনকী ঘুম পেলেও, পর্ন সাইটেই চোখ রাখা৷ সবচেয়ে মারাত্মক হল, বিছানায় সঙ্গী বা সঙ্গিনীর থেকে বিকৃত যৌন ইচ্ছে আশা করা এবং তা না পাওয়ার ক্ষোভ৷ যার প্রভাব পড়ে সম্পর্কেও৷
5/6
মার্কিন মনোবিদরা বলছেন, একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৯ শতাংশ ভিউয়ারই চেষ্টা করেও পর্ন আসক্তি থেকে মুক্ত হতে পারেননি৷ এমনকী এঁদের লো লিবিডো, ইরেক্টাইল ডিসফাংশনের মতোও অসুস্থতাও দেখা দিচ্ছে৷
মার্কিন মনোবিদরা বলছেন, একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৯ শতাংশ ভিউয়ারই চেষ্টা করেও পর্ন আসক্তি থেকে মুক্ত হতে পারেননি৷ এমনকী এঁদের লো লিবিডো, ইরেক্টাইল ডিসফাংশনের মতোও অসুস্থতাও দেখা দিচ্ছে৷
6/6
দেখা গিয়েছে, যারা মাঝে মধ্যে পর্ন সাইট দেখেন, তাঁরা মানসিক ও শারীরিক ভাবে অনেকটাই স্বাভাবিক৷ কিন্ত‌ু যখনই তা আসক্তির পর্যায়ে পৌঁছে যাচ্ছে, ঘনাচ্ছে বিপদ৷
দেখা গিয়েছে, যারা মাঝে মধ্যে পর্ন সাইট দেখেন, তাঁরা মানসিক ও শারীরিক ভাবে অনেকটাই স্বাভাবিক৷ কিন্ত‌ু যখনই তা আসক্তির পর্যায়ে পৌঁছে যাচ্ছে, ঘনাচ্ছে বিপদ৷