Kolkata Metro: বাড়ছে দায়িত্ব, দুশ্চিন্তামুক্ত থাকার প্রশিক্ষণ দিচ্ছে মেট্রো, পরিবারের সাহায্যের দাবি মেট্রো কর্তৃপক্ষের

Last Updated:

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, “মেট্রোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবির মোটরম্যান এবং অন্যান্য কর্মীদের তাদের চাপ নিয়ন্ত্রণ করতে এবং তাদের উৎপাদনশীলতা উন্নত করতে সহায়তা করবে।’’

পরিবারের সাহায্যের দাবি মেট্রো কর্তৃপক্ষের
পরিবারের সাহায্যের দাবি মেট্রো কর্তৃপক্ষের
আবীর ঘোষাল, কলকাতা: মেট্রো রেলওয়ে তার লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির নির্দেশানুযায়ী, মেট্রো কর্মীদের যথাযথ এবং আপডেটেড প্রশিক্ষণের জন্য নিয়মিত মক ড্রিল, টিউটোরিয়াল, বিশেষ অধিবেশন ইত্যাদির আয়োজন করা হচ্ছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, “মেট্রোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবির মোটরম্যান এবং অন্যান্য কর্মীদের তাদের চাপ নিয়ন্ত্রণ করতে এবং তাদের উৎপাদনশীলতা উন্নত করতে সহায়তা করবে।’’
প্রসঙ্গত এই শিবিরে, রবি শঙ্করের ‘আর্ট অফ লিভিং’ সম্পর্কেও পাঠদান হচ্ছে। এই উদ্যোগও মেট্রোকর্মীদের উত্তেজনা এবং চাপ কমানোর কাজ করবে। পাঁচ দিনব্যাপী এই শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে যোগব্যায়াম, ধ্যান, সুদর্শন ক্রিয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। চাপমুক্ত থাকতে এবং যে কোনও পরিস্থিতিতে শান্তভাবে মোকাবিলা করতেই মেট্রোকর্মীদের এই প্রশিক্ষণের আয়োজন।
advertisement
advertisement
অন্ধকার সুড়ঙ্গ দিয়ে ছুটে চলেছে ট্রেন ৷ কখনও আবার মাটির উপর দিয়ে ছুটছে ট্রেন। মেট্রো চালাতে গিয়ে কলকাতায় বিস্তর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় চালকদের। বাড়ছে মেট্রোর নেটওয়ার্ক। বাড়ছে মেট্রোর গতি। এই অবস্থায় মেট্রোরেলের চালকদের উপর বাড়ছে চাপ। কারণ মেট্রোয় মোটরম্যান কম বলে অভিযোগ তুলছে ইউনিয়নগুলি ৷ এই অবস্থায় মেট্রো পথে চালকদের মনসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে তাই মোটরম্যানও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওয়ার্কশপ করে রেল।
advertisement
অতিরিক্ত কাজের চাপে নাজেহাল মেট্রোরেলের চালকরা। তার উপর তাঁরা যদি বাড়ি ফিরে পর্যাপ্ত বিশ্রাম না পান, তা হলে মনসংযোগে ব্যাঘাত ঘটবেই।  সামান্য ভুলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। চালকরা যাতে বাড়িতে পর্যাপ্ত বিশ্রামের সুযোন পান, মন-মেজাজ ঠিক রাখতে পারেন, সে জন্য তাঁদের সহধর্মিণীদের কাছে সহযোগিতা চাইছেন মেট্রো কর্তৃপক্ষ। এই লক্ষ্যে কলকাতা মেট্রোর চালকদের স্ত্রী ও পরিবারের লোকেদের বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। মানসিক চাপ কমাতে চালকদের নিয়মিত যোগাভ্যাস এবং মেডিটেশনের পরামর্শ দিচ্ছেন মেট্রো কর্তারা। কর্তৃপক্ষের দাবি, ট্রেন চালানোর জন্য চালকদের মানসিক চাপমুক্ত থাকা সবার আগে দরকার। কারণ তাদের কাজে মস্তিষ্ক স্থির, গভীর মনসংযোগ দরকার। ট্রেনের সামনের ট্র্যাক খেয়াল রাখার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় সিগন্যালও। ক্ষণিকের ভুলে হতে পারে বড় বিপদ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: বাড়ছে দায়িত্ব, দুশ্চিন্তামুক্ত থাকার প্রশিক্ষণ দিচ্ছে মেট্রো, পরিবারের সাহায্যের দাবি মেট্রো কর্তৃপক্ষের
Next Article
advertisement
ISL 2026: আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
  • আইএসএল নিয়ে জট কাটল৷

  • চলতি বছর আইএসএল-এর আয়োজন করবে ফেডারেশন৷

  • আগামী সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement