উপসর্গ কী কী? করোনার সঙ্গে এই রোগের উপসর্গের বিশেষ ফারাক নেই। আক্রান্ত ব্যক্তিদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হয়। সঙ্গে গায়ে হাতে পায়ে ব্যথা। এছাড়াও হতে পারে গলাব্যথা, গলায় ঘা। ঘন ঘন বমি পেতে পারে। থাকতে পারে ডায়ারিয়ার উপসর্গ। সঙ্গে হাঁচি-নাক দিয়ে জল পড়া।