Health Tips: বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? কীভাবে থাকবেন স্লিম-হট! জানুন

Last Updated:
Health Tips: বিয়ের জল গায়ে পড়লেই অনেক মেয়েরাই মোটা হয়ে যান! কিন্তু কেন? কীভাবে আটকাবেন এই মোটা হওয়া? জানুন
1/7
অনেকের জীবনেই এমনটা হয়ত হয়েছে! কথায় বলে গায়ে বিয়ের জল পড়লে মেয়েদের রূপ খুলে যায়! গায়ে মাংস লাগে! বিয়ের আগে রোগা স্লিম ফিগার ছিল। কিন্তু বিয়ের কয়েক মাসেই অনেকেই মোটা হয়ে যান! এর কারণ কী? জানলে অবাক হবেন! আবার যদি কিছু নিয়ম মানেন তাহলে কিন্তু বিয়ের পরেও আপনি থাকবেন স্লিম! photo source collected
অনেকের জীবনেই এমনটা হয়ত হয়েছে! কথায় বলে গায়ে বিয়ের জল পড়লে মেয়েদের রূপ খুলে যায়! গায়ে মাংস লাগে! বিয়ের আগে রোগা স্লিম ফিগার ছিল। কিন্তু বিয়ের কয়েক মাসেই অনেকেই মোটা হয়ে যান! এর কারণ কী? জানলে অবাক হবেন! আবার যদি কিছু নিয়ম মানেন তাহলে কিন্তু বিয়ের পরেও আপনি থাকবেন স্লিম! photo source collected
advertisement
2/7
বিয়ের আগে সুন্দর থাকতে অনেক মেয়েরাই কঠিন ডায়েট করেন। চর্বিযুক্ত খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ফাস্ট ফুড ছেড়ে দেন! ওজন যেন না বাড়ে সেদিকে নজর থাকে! কিন্তু অনেকেই বিয়ের পর এই খাদ্যাভ্যাস আর ঠিকমতো মেনে চলতে পারে না। আর ঠিক এই কারণেই বাড়তে থাকে মেদ! photo source collected
বিয়ের আগে সুন্দর থাকতে অনেক মেয়েরাই কঠিন ডায়েট করেন। চর্বিযুক্ত খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ফাস্ট ফুড ছেড়ে দেন! ওজন যেন না বাড়ে সেদিকে নজর থাকে! কিন্তু অনেকেই বিয়ের পর এই খাদ্যাভ্যাস আর ঠিকমতো মেনে চলতে পারে না। আর ঠিক এই কারণেই বাড়তে থাকে মেদ! photo source collected
advertisement
3/7
বিয়ের পর বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ থাকে! বাড়িতে অতিথি আসে! ফলে ভাজা খাবার এবং তেল জাতীয় খাবারগুলোই বেশি খাওয়া হয়। এ কারণে ওজন দ্রুত বেড়ে যায়। তবে একটু মেনে চললেই কিন্তু এই মোটা হওয়া এড়ানো যায়! photo source collected
বিয়ের পর বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ থাকে! বাড়িতে অতিথি আসে! ফলে ভাজা খাবার এবং তেল জাতীয় খাবারগুলোই বেশি খাওয়া হয়। এ কারণে ওজন দ্রুত বেড়ে যায়। তবে একটু মেনে চললেই কিন্তু এই মোটা হওয়া এড়ানো যায়! photo source collected
advertisement
4/7
বিয়ের পর নতুন সম্পর্ক, নতুন মানুষজন, সব কিছুর ভিড়ে নিজের জন্য সময় বের করা বেশ কঠিন হয়ে যায়! ফলে ব্যায়াম তো দূর অনেকে ঠিক মতো খাওয়া-দাওয়াও করে না! এটাও একটা কারণ! তাই সব সময় নিজের জন্য একটু সময় রাখুন। দেখবেন মোটা হবেন না! photo source collected
বিয়ের পর নতুন সম্পর্ক, নতুন মানুষজন, সব কিছুর ভিড়ে নিজের জন্য সময় বের করা বেশ কঠিন হয়ে যায়! ফলে ব্যায়াম তো দূর অনেকে ঠিক মতো খাওয়া-দাওয়াও করে না! এটাও একটা কারণ! তাই সব সময় নিজের জন্য একটু সময় রাখুন। দেখবেন মোটা হবেন না! photo source collected
advertisement
5/7
অনেকেই বিয়ের পর রান্নার ক্ষেত্রে অতটা পটু থাকেন না, তখন বাইরের খাবার খেয়ে ফেলেন। হোটেলের খাবারে প্রচুর তেল দেওয়া হয়। যা ওজন বাড়িয়ে দেয়।photo source collected
অনেকেই বিয়ের পর রান্নার ক্ষেত্রে অতটা পটু থাকেন না, তখন বাইরের খাবার খেয়ে ফেলেন। হোটেলের খাবারে প্রচুর তেল দেওয়া হয়। যা ওজন বাড়িয়ে দেয়।photo source collected
advertisement
6/7
জন্মনিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ যেমন গর্ভ নিরোধক পিল খান অনেকে! এই কারণেও বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়।photo source collected
জন্মনিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ যেমন গর্ভ নিরোধক পিল খান অনেকে! এই কারণেও বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়।photo source collected
advertisement
7/7
বিয়ের পর ওজন বাড়ার আসল কারণ হল, নিজেকে সময় না দেওয়া। খাওয়া দাওয়া ঠিক মতো না করা! ব্যায়াম না করা! এবং অবশ্যই আলস্য একটা কারণ! এছাড়া গর্ভধারণের সময় বেশির ভাগ মহিলারাই মোটা হয়ে যান! আর এই বাড়তি মেদ কমাতে তারা তেমন চেষ্টা করেন না! তাই সব কিছুর মধ্যেও নিজের প্রতিও যত্ন নিলে এড়ানো যাবে এই মোটা হওয়া!photo source collected
বিয়ের পর ওজন বাড়ার আসল কারণ হল, নিজেকে সময় না দেওয়া। খাওয়া দাওয়া ঠিক মতো না করা! ব্যায়াম না করা! এবং অবশ্যই আলস্য একটা কারণ! এছাড়া গর্ভধারণের সময় বেশির ভাগ মহিলারাই মোটা হয়ে যান! আর এই বাড়তি মেদ কমাতে তারা তেমন চেষ্টা করেন না! তাই সব কিছুর মধ্যেও নিজের প্রতিও যত্ন নিলে এড়ানো যাবে এই মোটা হওয়া!photo source collected
advertisement
advertisement
advertisement