Preventing Post-Rain Conjunctivitis: বাড়ছে কনজাংটিভাইটিস! বর্ষায় আপনার চোখকে এই উপায়ে বাঁচান সংক্রমণ থেকে

Last Updated:
Preventing Post-Rain Conjunctivitis: বর্ষাকালে কিছু সাবধানতা ও সতর্কতা নিলেই এড়ানো যায় অস্বস্তিকর এই সংক্রমণ
1/9
 বর্ষার হাত ধরেই বাড়ছে কনজাংটিভাইটিস সংক্রমণ। বাতাসে অত্যধিক আর্দ্রতার কারণে দ্রুত ছড়াচ্ছে লাল চোখের সংক্রমণ।
বর্ষার হাত ধরেই বাড়ছে কনজাংটিভাইটিস সংক্রমণ। বাতাসে অত্যধিক আর্দ্রতার কারণে দ্রুত ছড়াচ্ছে লাল চোখের সংক্রমণ।
advertisement
2/9
বর্ষাকালে কিছু সাবধানতা ও সতর্কতা নিলেই এড়ানো যায় অস্বস্তিকর এই সংক্রমণ। কীভাবে সাবধানে থাকবেন, কীভাবে যত্ন নেবেন চোখের স্বাস্থ্যের, জানিয়েছেন স্টার্লিং হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ যোগেশ গুপ্তা।
বর্ষাকালে কিছু সাবধানতা ও সতর্কতা নিলেই এড়ানো যায় অস্বস্তিকর এই সংক্রমণ। কীভাবে সাবধানে থাকবেন, কীভাবে যত্ন নেবেন চোখের স্বাস্থ্যের, জানিয়েছেন স্টার্লিং হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ যোগেশ গুপ্তা।
advertisement
3/9
আমাদের হাতের মাধ্যমেই সবথেকে বেশি সংক্রমণ ছড়ায়। নোংরা হাতে যখন তখন যেখানে সেখানে চোখ চুলকোবেন না। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
আমাদের হাতের মাধ্যমেই সবথেকে বেশি সংক্রমণ ছড়ায়। নোংরা হাতে যখন তখন যেখানে সেখানে চোখ চুলকোবেন না। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
advertisement
4/9
বৃষ্টির জলে জীবাণু, নোংরা, অ্যালার্জেন-সহ নানা সংক্রামক। তাই বৃষ্টির জল থেকে চোখকে বাঁচিয়ে রাখুন। ওয়াটারপ্রুফ সানগ্লাস পরুন বৃষ্টিতে বার হতে হলে। বৃষ্টির জল থেকে চোখকে রক্ষা করুন।
বৃষ্টির জলে জীবাণু, নোংরা, অ্যালার্জেন-সহ নানা সংক্রামক। তাই বৃষ্টির জল থেকে চোখকে বাঁচিয়ে রাখুন। ওয়াটারপ্রুফ সানগ্লাস পরুন বৃষ্টিতে বার হতে হলে। বৃষ্টির জল থেকে চোখকে রক্ষা করুন।
advertisement
5/9
সাবানে হাত ধুয়ে তবে সেই হাত চোখে দেবেন। এই বেসিক জিনিসটা পালন করলেই অনেকাংশে দূরে থাকতে পারবেন এই সংক্রামক অসুখ থেকে।
সাবানে হাত ধুয়ে তবে সেই হাত চোখে দেবেন। এই বেসিক জিনিসটা পালন করলেই অনেকাংশে দূরে থাকতে পারবেন এই সংক্রামক অসুখ থেকে।
advertisement
6/9
তোয়ালে, বালিশের কভার এবং চোখের প্রসাধনী নিয়ে বিশেষ সতর্কতা নিন। এই জিনিসগুলি কখনওই অন্যেরটা ব্যবহার করবেন না। সব সময় নিজের জিনিস ব্যবহার করুন।
তোয়ালে, বালিশের কভার এবং চোখের প্রসাধনী নিয়ে বিশেষ সতর্কতা নিন। এই জিনিসগুলি কখনওই অন্যেরটা ব্যবহার করবেন না। সব সময় নিজের জিনিস ব্যবহার করুন।
advertisement
7/9
নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না। যদি ৪-৫ দিনে সংক্রমণ না সারে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না। যদি ৪-৫ দিনে সংক্রমণ না সারে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
advertisement
8/9
ঘরোয়া টোটকার পাশাপাশি আইড্রপ ব্যবহার করতে হলে ডাক্তারের সঙ্গে কথা বলুন।
ঘরোয়া টোটকার পাশাপাশি আইড্রপ ব্যবহার করতে হলে ডাক্তারের সঙ্গে কথা বলুন।
advertisement
9/9
স্কুলে সবথেকে বেশি সংক্রমণ ছড়ায়। স্কুলে যাচ্ছে, এমন বাচ্চা বাড়িতে থাকলে সতর্ক হন। কোনও অস্বস্তি বা অসুবিধের কথা জানালে প্রথমেই চোখের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
স্কুলে সবথেকে বেশি সংক্রমণ ছড়ায়। স্কুলে যাচ্ছে, এমন বাচ্চা বাড়িতে থাকলে সতর্ক হন। কোনও অস্বস্তি বা অসুবিধের কথা জানালে প্রথমেই চোখের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
advertisement
advertisement
advertisement