advertisement
গাঁটের ব্যথা বা জয়েন্ট পেন কমাতে একটা বাটিতে অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে একটা ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন। মোটামুটি ২ দিন রেখে দিলে দেখবেন, ডিমের খোসাগুলো ভিনিগারের সঙ্গে এক্কেবারে মিশে গিয়েছে। এবার এই মিশ্রণটা ব্যধার জায়গায় মালিশ করুন। ডিমের খোসায় কোলাজেন, গ্লুকোসামিন, হায়ালুরোনিক অ্যাসিড থাকে যা ভিনিগারের সঙ্গে মিশে ব্যথা কমায়। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকসময় রান্নাঘরের সিঙ্ক ময়লা জমে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানও করবে ডিমের খোসা! খোসা মিহি গুঁড়ো করে সিঙ্কের মুখে দিয়ে কল চালিয়ে দিন! দেখবেন সিঙ্কের মুখ পরিষ্কার হয়ে গিয়েছে। বাসনের পোড়া দাগ দূর করতেও এক্সপার্ট ডিমের খোসা! ডিশ ওয়াশারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে বাসন মাজুন! পোড়া দাগ নিমেষে গায়েব! Photo Source: Collected