একটা আলু ধুয়ে, খোসা ছাড়িয়ে রান্নায় দিয়ে দিন। আলু অতিরিক্ত নুন শুষে নেবে। রান্নায় কুড়ি মিনিট মতো আলুটা রাখলেই হবে, তারপর প্রয়োজন হলে তুলে দেবেন, না হলে রেখে দেবেন। রান্না যদি ঝোলঝোল হয়, তবে এক টুকরো আলু প্রায় ২০ মিনিট মতো ফোটাতে হবে, নুনভাব চলে যাবে।