Zoho UPI App Launch: PhonePe–Google Pay-কে টক্কর দিতে আসছে Zoho পে! Arattai অ্যাপেই মিলবে পেমেন্ট সুবিধা, মেসেজিং অ্যাপ থেকেই কীভাবে টাকা পাঠাবেন?
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Zoho ভারতে নতুন POS ডিভাইস চালু করেছে, যাতে কার্ড, UPI ও ওয়ালেট পেমেন্ট গ্রহণ করা যাবে। শীঘ্রই Arattai অ্যাপে জোহো পে যুক্ত হয়ে সরাসরি অর্থ লেনদেনের সুবিধা দেবে
Zoho ভারতে নতুন POS (পয়েন্ট-অফ-সেল) ডিভাইস চালু করেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলি এখন ডেবিট/ক্রেডিট কার্ড, UPI, অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে তাদের গ্রাহকদের কাছ থেকে সরাসরি অর্থ গ্রহণ করতে পারবে। জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু ব্যাখ্যা করেছেন যে, এই ডিভাইসগুলি কোম্পানির সম্পূর্ণ ইকোসিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে, যার ফলে অর্থ গ্রহণ আরও সহজ এবং দ্রুত হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল, যেখানে UPI লেনদেন প্রধান চালিকা। এই সময়ে জোহোর প্রবেশ তখনই হচ্ছে যখন খাতটি আরও একীভূত হওয়ার পথে এবং শীর্ষ সংস্থাগুলিকে পণ্যের গুণগত মান বাড়াতে বাধ্য করা হচ্ছে। Arattai-এর সঙ্গে পেমেন্ট যুক্ত করে জোহো তাদের বিদ্যমান ইউজারবেস ও ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগিয়ে ব্যবসা এবং ভোক্তা—উভয় বাজারেই লক্ষ রাখছে।
advertisement
Arattai অ্যাপের মাধ্যমেই অর্থ প্রদান করা হবে: ভেম্বু ব্যাখ্যা করেছেন যে, জোহো ভারতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য NPCI-এর NBBL-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। জোহোর ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Arattai শীঘ্রই জোহো পে-এর সঙ্গে একীভূত হবে। এর অর্থ হল ইউজাররা Arattai অ্যাপ থেকে সরাসরি অর্থ প্রেরণ এবং গ্রহণ করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







