সুশান্তের মৃত্যুর ছয় দিন আগেই তার বান্দ্রার অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন রিয়া, তদন্ত 'ক্লোজ' করল সিবিআই

Last Updated:

তদন্তকারী সংস্থা আরও জানায়, রিয়া চক্রবর্তী বা অভিযুক্তদের মধ্যে কেউ সুশান্ত সিং রাজপুতকে আটকে রেখেছিলেন, হুমকি দিয়েছিলেন বা প্ররোচনা দিয়েছিলেন এমন কোনও প্রমাণ না পাওয়ায় সুশান্ত-মৃত্যুর তদন্তে ইতি টানল সিবিআই৷

News18
News18
২০২০ সালের ক্লোজার রিপোর্টে সিবিআই জানিয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় দিন আগেই তার বান্দ্রার অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন এবং কোনও ধরনের কারসাজি বা প্ররোচনার সঙ্গে জড়িত ছিলেন না। তদন্তকারী সংস্থা আরও জানায়, রিয়া চক্রবর্তী বা অভিযুক্তদের মধ্যে কেউ সুশান্ত সিং রাজপুতকে আটকে রেখেছিলেন, হুমকি দিয়েছিলেন বা প্ররোচনা দিয়েছিলেন এমন কোনও প্রমাণ না পাওয়ায় সুশান্ত-মৃত্যুর তদন্তে ইতি টানল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তদন্ত শেষ করে ক্লোজার রিপোর্ট জমা দিয়ে দিয়েছে৷ এতে ক্লিনচিট পেয়েছেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার৷
advertisement
advertisement
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল৷ প্রয়াত অভিনেতার পরিবারের একাধিক সদস্যের অভিযোগ ছিল, সুশান্তকে খুন করা হয়েছে৷ যদিও সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে এই অভিযোগের সত্যতা খুঁজে পায়নি সিবিআই৷ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন বলেই ক্লোজার রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তদন্ত রিপোর্টে সিবিআই লিখেছে, এটি খুনের ঘটনা, সেই অভিযোগ প্রমাণের জন্য কোনও ধরনের মৌখিক অথবা বস্তুনিষ্ঠ প্রমাণ পাওয়া যায়নি৷ অভিনেতার বোন তাঁর দাদার মৃত্যুর পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন৷ কিন্তু সিবিআই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরও তিনি তদন্তকারী সংস্থার সামনে নিজের অভিযোগ জানাতে হাজির হননি৷ শুধু তাই নয়, বৈজ্ঞানিক ও ডাক্রারি পরীক্ষাগুলিতেও সুশান্তের মৃত্যুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকতা ধরা না পড়ায় তদন্ত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সরকারি সূত্রের খবর৷
advertisement
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে নিজের অ্যাপার্টমেন্টেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ সিলিং ফ্যানের থেকে ঝুলছিল অভিনেতার দেহ৷ যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি৷ সুশান্তের মতো জনপ্রিয় এবং সেই সময় বলিউডের প্রথম সারির অভিনেতার এমন পরিণতিতে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়৷ উঠে আসে খুনের তত্ত্বও৷ সেই রহস্যভেদ করতেই তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্তের মৃত্যুর ছয় দিন আগেই তার বান্দ্রার অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন রিয়া, তদন্ত 'ক্লোজ' করল সিবিআই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement