Guillain Barre Syndrome:হাত ঝিনঝিন-পা অবশ? করোনা পরবর্তী নতুন আতঙ্ক গিলেন ব্যারি সিন্ড্রোম (GBS)! কীভাবে আটকাবেন?

Last Updated:
ফের নতুন আতঙ্ক, গিলেন ব্যারি সিন্ড্রোম (GBS)! সতর্কতা জারি ইতিমধ্যেই। নয়া এই রোগের লক্ষণ গুলি কী কী? এততুটু সন্দেহ হলে কী করনীয়? সকলের জন্যে পরামর্শ দিলেন জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডঃ সন্দীপন ঝম্পটি
1/7
ফের নতুন আতঙ্ক, গিলেন ব্যারি সিন্ড্রোম (GBS)! সতর্কতা জারি ইতিমধ্যেই। নয়া এই রোগের লক্ষণ গুলি কি কি, কি কি করনীয়? সকলের জন্যে পরামর্শ দিলেন জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক ড: সন্দীপন ঝম্পটি। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার পর নতুন রোগের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। (সুরজিৎ দে )
ফের নতুন আতঙ্ক, গিলেন ব্যারি সিন্ড্রোম (GBS)! সতর্কতা জারি ইতিমধ্যেই। নয়া এই রোগের লক্ষণ গুলি কি কি, কি কি করনীয়? সকলের জন্যে পরামর্শ দিলেন জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক ড: সন্দীপন ঝম্পটি। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার পর নতুন রোগের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। (সুরজিৎ দে )
advertisement
2/7
সম্প্রতি HMPV ভাইরাসের পর এবার আলোচনার কেন্দ্রে গিলেন ব্যারি সিন্ড্রোম (GBS)। চিকিৎসকের মতে, এটি একটি বিরল কিন্তু গুরুতর স্নায়বিক রোগ, যা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে ক্রমাগত দুর্বল করে দিতে পারে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
সম্প্রতি HMPV ভাইরাসের পর এবার আলোচনার কেন্দ্রে গিলেন ব্যারি সিন্ড্রোম (GBS)। চিকিৎসকের মতে, এটি একটি বিরল কিন্তু গুরুতর স্নায়বিক রোগ, যা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে ক্রমাগত দুর্বল করে দিতে পারে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
advertisement
3/7
কীভাবে ছড়ায় GBS? GBS সাধারণত ডায়েরিয়া বা ফুসফুসের সংক্রমণের পর শরীরে প্রবেশ করা কিছু ব্যাকটেরিয়ার কারণে দেখা দেয়। এছাড়াও, ডেঙ্গি বা জিকা ভাইরাসে আক্রান্ত হলে এই রোগের ঝুঁকি বেড়ে যায়। রোগটি শরীরের ইমিউন সিস্টেমকে আক্রমণ করে, যার ফলে স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং পেশির কার্যক্ষমতা কমে যেতে থাকে।
কীভাবে ছড়ায় GBS? GBS সাধারণত ডায়েরিয়া বা ফুসফুসের সংক্রমণের পর শরীরে প্রবেশ করা কিছু ব্যাকটেরিয়ার কারণে দেখা দেয়। এছাড়াও, ডেঙ্গি বা জিকা ভাইরাসে আক্রান্ত হলে এই রোগের ঝুঁকি বেড়ে যায়। রোগটি শরীরের ইমিউন সিস্টেমকে আক্রমণ করে, যার ফলে স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং পেশির কার্যক্ষমতা কমে যেতে থাকে।
advertisement
4/7
প্রাথমিক লক্ষণ হিসেবে চিকিৎসক জানাচ্ছেন, পায়ে, হাতে বা শরীরের অন্যান্য অংশে ব্যথা, ধীরে ধীরে দুর্বলতা অনুভব করা, হাঁটাচলায় সমস্যা হওয়া, মুখের পেশী দুর্বল হয়ে পড়া, তীব্র ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা দিতে পারে।
প্রাথমিক লক্ষণ হিসেবে চিকিৎসক জানাচ্ছেন, পায়ে, হাতে বা শরীরের অন্যান্য অংশে ব্যথা, ধীরে ধীরে দুর্বলতা অনুভব করা, হাঁটাচলায় সমস্যা হওয়া, মুখের পেশী দুর্বল হয়ে পড়া, তীব্র ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা দিতে পারে।
advertisement
5/7
যদি কেউ ৩-৬ সপ্তাহের মধ্যে পেটের সমস্যা বা ফুসফুসের সংক্রমণে ভুগে থাকেন, তবে GBS-এর উপসর্গ দেখা দিতে পারে। তাই শরীরের কোনও অস্বাভাবিক পরিবর্তন বা দুর্বলতা অনুভব করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরই পাশপাশি নিজেদের সতর্ক থাকার পরামর্শও দিলেন তিনি।
যদি কেউ ৩-৬ সপ্তাহের মধ্যে পেটের সমস্যা বা ফুসফুসের সংক্রমণে ভুগে থাকেন, তবে GBS-এর উপসর্গ দেখা দিতে পারে। তাই শরীরের কোনও অস্বাভাবিক পরিবর্তন বা দুর্বলতা অনুভব করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরই পাশপাশি নিজেদের সতর্ক থাকার পরামর্শও দিলেন তিনি।
advertisement
6/7
সংক্রমণ এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শরীরে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গি ও জিকা ভাইরাস প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপুর্ণ।
সংক্রমণ এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শরীরে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গি ও জিকা ভাইরাস প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপুর্ণ।
advertisement
7/7
সুষম খাদ্য গ্রহণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।GBS বিরল হলেও অবহেলা করলে মারাত্মক হতে পারে। তাই সাবধানতা ও সচেতনতার মাধ্যমেই এই রোগের ঝুঁকি কমানো সম্ভব।
সুষম খাদ্য গ্রহণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।GBS বিরল হলেও অবহেলা করলে মারাত্মক হতে পারে। তাই সাবধানতা ও সচেতনতার মাধ্যমেই এই রোগের ঝুঁকি কমানো সম্ভব।
advertisement
advertisement
advertisement