ভূত আছে কী নেই, তা নিয়ে হাজারও তর্ক-বিতর্ক- আলোচনা-সমালোচনা! এক শ্রেণী বলে ভূত আছে, এক শ্রেণী বলে ভূত নেই! তবে, ভূত নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁদের দাবি, বাড়িতে যদি এই কাণ্ডগুলো ঘটতে থাকে তাহলে বুঝতে হবে অশরীরী আত্মা আছে
advertisement
2/5
পুরনো বাড়ির কোনও ঘর বা চিলেকোঠা থেকে নানা ধরনের আওয়াজ হতে থাকা... যেমন ধস্তাধস্তির আওয়াজ, কাচের বাসনপত্র মেঝেতে পড়ে ভেঙে যাওয়ার শব্দ, হঠাৎ দরজা বন্ধ বা খোলার আওয়াজ, কারও হেঁটে চলে যাওয়ার আভাস, হাসির শব্দ
advertisement
3/5
হঠাৎ কোনও একটা ছায়া ঘরের এক দিক থেকে অন্য দিকে চলে গেল, অথচ কোথাও কিছু নেই। বাতি জ্বলছে আর নিভছে।
advertisement
4/5
বাড়িতে ভূত থাকলে দেখবেন, অপরিচিত অনেক জিনিসপত্র কে যেন ফেলে দিয়ে গিয়েছে। অকারণেই জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়ে আছে। বাড়ির কোনও একটা ঘরে বা স্থানে হঠাৎ করেই প্রচণ্ড ঠাণ্ডা লাগছে আপনার। গভীর রাত্রে বা দুপুরে কোনও কারণ ছাড়া কুকুর বা বেড়াল ডাকলে লক্ষণ কিন্তু অশুভ।
advertisement
5/5
ভুতুড়ে বাড়িতে অনেক সময়ে দেখা যায়, পোষা কুকুর, বেড়ালের অজানা কারণে মৃত্যু হয়েছে। পাশাপাশি গভীর রাতে বা দুপুরে কোনও কারণ ছাড়া কুকুর বা বেড়ালের কান্না অশুভ।