General Knowledge: বলুন তো মদ খেলে চোখ 'লাল' হয়ে যায় কেন? আসল 'কারণ' কিন্তু জানেন না অনেকেই

Last Updated:
General Knowledge: আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে মদ খাওয়ার পর অনেকেরই চোখ লাল হয়ে যায়। কিন্তু এর কারণ জানেন? এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এই প্রতিবেদনে।
1/7
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে জানা সত্বেও অনেকেই নিয়মিত মদ্যপান করেন। কম বা বেশি বয়সী, নারী হোন বা পুরুষ, অনেকেই আছেন যাঁরা এই ধরনের অ্যালকোহলিক পানীয়গুলি খেতে পছন্দ করেন। তবে এই ধরণের পানীয় শরীরে নানা প্রভাব ফেলে। যার কিছুটা বাহ্যিক, কিছুটা ভিতরের।
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে জানা সত্বেও অনেকেই নিয়মিত মদ্যপান করেন। কম বা বেশি বয়সী, নারী হোন বা পুরুষ, অনেকেই আছেন যাঁরা এই ধরনের অ্যালকোহলিক পানীয়গুলি খেতে পছন্দ করেন। তবে এই ধরণের পানীয় শরীরে নানা প্রভাব ফেলে। যার কিছুটা বাহ্যিক, কিছুটা ভিতরের।
advertisement
2/7
আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে মদ খাওয়ার পর অনেকেরই চোখ লাল হয়ে যায়। কিন্তু এর কারণ জানেন? এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এই প্রতিবেদনে।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে মদ খাওয়ার পর অনেকেরই চোখ লাল হয়ে যায়। কিন্তু এর কারণ জানেন? এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এই প্রতিবেদনে।
advertisement
3/7
মদ খেলে চোখ লাল হয়ে যায় কেন?মদ খেলে আমাদের চোখের রক্তনালীগুলি বড় হয়ে যায় এবং তাতে রক্ত পরিপূর্ণ হয়। যার জন্য মদ খাওয়ার পর চোখ লাল হয়ে যায়।
মদ খেলে চোখ লাল হয়ে যায় কেন?মদ খেলে আমাদের চোখের রক্তনালীগুলি বড় হয়ে যায় এবং তাতে রক্ত পরিপূর্ণ হয়। যার জন্য মদ খাওয়ার পর চোখ লাল হয়ে যায়।
advertisement
4/7
বিশেষজ্ঞদের কথায়, এটি ঘটে কারণ অ্যালকোহল রক্তনালীগুলিকে শিথিল এবং প্রসারিত করে, রক্ত ​​​​প্রবাহ বৃদ্ধি করে । এই ফোলা রক্তনালীগুলির কারণে লাল চোখ এবং চোখে জ্বালা বোধ হতে পারে।
বিশেষজ্ঞদের কথায়, এটি ঘটে কারণ অ্যালকোহল রক্তনালীগুলিকে শিথিল এবং প্রসারিত করে, রক্ত ​​​​প্রবাহ বৃদ্ধি করে । এই ফোলা রক্তনালীগুলির কারণে লাল চোখ এবং চোখে জ্বালা বোধ হতে পারে।
advertisement
5/7
আবার অত্যধিক অ্যালকোহল সেবন অ্যালকোহলযুক্ত হেপাটাইটিস সৃষ্টি করে, সেক্ষেত্রে এমনকি চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে।
আবার অত্যধিক অ্যালকোহল সেবন অ্যালকোহলযুক্ত হেপাটাইটিস সৃষ্টি করে, সেক্ষেত্রে এমনকি চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে।
advertisement
6/7
কিছু মানুষের মদের নেশা করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, মস্তিষ্ক, স্নায়ু, লিভার, হৃদযন্ত্র ও মনের উপর প্রভাব ফেলে মদ। বেশকিছু কারণে অ্যালকোহল পান শরীরে বিষের মতো কাজ করতে পারে।
কিছু মানুষের মদের নেশা করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, মস্তিষ্ক, স্নায়ু, লিভার, হৃদযন্ত্র ও মনের উপর প্রভাব ফেলে মদ। বেশকিছু কারণে অ্যালকোহল পান শরীরে বিষের মতো কাজ করতে পারে।
advertisement
7/7
ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালকোহল অ্যাবিউজ অ্যান্ড অ্যালকোহলিজম বলছে, এক-দু’ পেগ মদ দৃষ্টিশক্তি ঝাপসা করে দিতে পারে, কথা বলায় জড়তা আনতে পারে, স্মৃতিশক্তি কেড়ে নিতে পারে, শরীরের উপর নিয়ন্ত্রণ নষ্ট করে দিতে পারে। মদ্যপান বন্ধ করলে এই সমস্যাগুলি সহজেই চলে যেতে পারে।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালকোহল অ্যাবিউজ অ্যান্ড অ্যালকোহলিজম বলছে, এক-দু’ পেগ মদ দৃষ্টিশক্তি ঝাপসা করে দিতে পারে, কথা বলায় জড়তা আনতে পারে, স্মৃতিশক্তি কেড়ে নিতে পারে, শরীরের উপর নিয়ন্ত্রণ নষ্ট করে দিতে পারে। মদ্যপান বন্ধ করলে এই সমস্যাগুলি সহজেই চলে যেতে পারে।
advertisement
advertisement
advertisement