‘777’ Trending : ৭৭৭, আজ ১১ ডিসেম্বর হঠাৎ গুগলে ট্রেন্ডিং এই নম্বর! কোন রহস্য লুকিয়ে আছে তিন অঙ্কের এই বিশেষ সং‌খ্যায়?

Last Updated:
“777” is trending : এয়ার ফ্রান্স সম্প্রতি তাদের উন্নত ৭৭৭-৩০০ইআর ব্যবহার করে নতুন দূরপাল্লার রুট ঘোষণা করেছে। এই ঘোষণার পরই গুগল-এ “৭৭৭” নিয়ে সার্চ-এর পরিমাণ হঠাৎ বেড়ে যায়।
1/7
অনেকেই লক্ষ্য করেছেন, আজ হঠাৎ করে গুগলে “৭৭৭” সংখ্যাটি ট্রেন্ড করতে শুরু করেছে। প্রথমে মনে হচ্ছিল, কোনও রহস্যময় বা মজার কিছু এই ট্রেন্ডিং-এর কারণ। তবে এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য রহস্য।
অনেকেই লক্ষ্য করেছেন, আজ হঠাৎ করে গুগলে “৭৭৭” সংখ্যাটি ট্রেন্ড করতে শুরু করেছে। প্রথমে মনে হচ্ছিল, কোনও রহস্যময় বা মজার কিছু এই ট্রেন্ডিং-এর কারণ। তবে এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য রহস্য।
advertisement
2/7
এই ট্রেন্ড-এর সঙ্গে আসলে বিমানে ভ্রমণের একটি ব্যাপার জড়িত। এটি বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটির সঙ্গে সম্পর্কযুক্ত। অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানেন না।
এই ট্রেন্ড-এর সঙ্গে আসলে বিমানে ভ্রমণের একটি ব্যাপার জড়িত। এটি বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটির সঙ্গে সম্পর্কযুক্ত। অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানেন না।
advertisement
3/7
এয়ার ফ্রান্স সম্প্রতি তাদের উন্নত ৭৭৭-৩০০ইআর ব্যবহার করে নতুন দূরপাল্লার রুট ঘোষণা করেছে। এই ঘোষণার পরই “৭৭৭” নিয়ে সার্চ-এর পরিমাণ হঠাৎ বেড়ে যায়।
এয়ার ফ্রান্স সম্প্রতি তাদের উন্নত ৭৭৭-৩০০ইআর ব্যবহার করে নতুন দূরপাল্লার রুট ঘোষণা করেছে। এই ঘোষণার পরই গুগল-এ “৭৭৭” নিয়ে সার্চ-এর পরিমাণ হঠাৎ বেড়ে যায়।
advertisement
4/7
অনেকে ভাবছেন ৭৭৭ সংখ্যাটি কোনও ম্যাজিক বা লাকি সংখ্যা। অনেকে এটির সঙ্গে কোনও পুরনো ঘটনার যোগসূত্র খোঁজার চেষ্টাও করছেন।
অনেকে ভাবছেন ৭৭৭ সংখ্যাটি কোনও ম্যাজিক বা লাকি সংখ্যা। অনেকে এটির সঙ্গে কোনও পুরনো ঘটনার যোগসূত্র খোঁজার চেষ্টাও করছেন।
advertisement
5/7
ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স তাদের পরিষেবায় চারটি নতুন রুট ঘোষণা করেছে। চারটি নতুন শহরে ‘লা প্রিমিয়ার ফ্লাইট’-এর উড়ান পরিষেবা চালু করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শহর আটলান্টা, বোস্টন, হিউস্টন এবং ইজ়রায়েলের তেল আভিভ রুটে পরিষেবা দেওয়া হবে।
ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স তাদের পরিষেবায় চারটি নতুন রুট ঘোষণা করেছে। চারটি নতুন শহরে ‘লা প্রিমিয়ার ফ্লাইট’-এর উড়ান পরিষেবা চালু করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শহর আটলান্টা, বোস্টন, হিউস্টন এবং ইজ়রায়েলের তেল আভিভ রুটে পরিষেবা দেওয়া হবে।
advertisement
6/7
বোয়িং ৭৭৭-৩০০ইআর। এয়ার ফ্রান্স তাদের নতুন প্রিমিয়াম বিমান পরিষেবায় যুক্ত করছে এই বিশেষ বিমান। ফলে আজকের দিনে ৭৭৭ সংখ্যাটিং হঠাৎ করেই গুগলে ট্রেন্ড করতে শুরু করেছে।
বোয়িং ৭৭৭-৩০০ইআর। এয়ার ফ্রান্স তাদের নতুন প্রিমিয়াম বিমান পরিষেবায় যুক্ত করছে এই বিশেষ বিমান। ফলে আজকের দিনে ৭৭৭ সংখ্যাটিং হঠাৎ করেই গুগলে ট্রেন্ড করতে শুরু করেছে।
advertisement
7/7
প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে প্রিমিয়াম উড়ান উড়বে চারটি রুটে। লা প্রিমিয়ার স্যুট এবং বিজ়নেস ক্লাস কেবিন থাকবে এই বিমানে।
প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে প্রিমিয়াম উড়ান উড়বে চারটি রুটে। লা প্রিমিয়ার স্যুট এবং বিজ়নেস ক্লাস কেবিন থাকবে এই বিমানে।
advertisement
advertisement
advertisement