Fish Recipe Patrani Machchi: সেই এক মাছের ঝোল না খেয়ে পার্সি স্টাইল 'পত্রানি মচ্ছি' খান! অনেকটা পাতুরি, কিন্তু পাতুরিই নয়, রইল রেসিপি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Fish Recipe Patrani Machchi: পার্সি যে কোনও বিয়েতে এই পদ কিন্তু একেবারে মাস্ট। তাহলে কীভাবে বানাবেন এই পত্রানি মচ্ছি?
advertisement
পার্সিরা প্রথমে নিরামিষাশী রাজ্য গুজরাতে এলেও মাছ খেতে শিখেছেন ওই সামুদ্রিক উপকূলে এসেই। পমফ্রেট মাছে নারকেল কোরা, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচালঙ্কা বাটা মাখিয়ে কলাপাতায় মুড়ে ভাপিয়ে বা তাওয়ায় সেঁকে নিয়ে যে অসাধারণ 'পত্রানি মচ্ছি'র সৃষ্টি তার সঙ্গে বাঙালি রান্না ভেটকি মাছের পাতুরির মিল থাকলেও আদতে তা স্বাদে, বর্ণে, গন্ধে একেবারে আলাদা।
advertisement
advertisement
advertisement
advertisement
মাছ ভাল করে ধুয়ে নিন। আড়াআড়ি করে মাছের গা ছুরি দিয়ে চিরে নিন। হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে আধ ঘণ্টা মতো ম্যারিনেট করে রাখুন। এবার মিক্সারে নারকেল কোরা, ধনেপাতা, গোটা জিরে, রসুন, কাঁচালঙ্কা, পাতিলেবুর রস, ভিনিগার এবং চিনি একসঙ্গে বেটে নিন। কলাপাতা পরিষ্কার করে নিয়ে মাপ মতো কেটে নিন। এর ভিতর প্রথমে নারকেল ও ধনেপাতা বাটার দিয়ে তার উপরে ম্যারিনেট করে রাখা মাছ রাখুন।
advertisement
advertisement