Egg and Hearth Disease: উদ্বেগ বাড়াচ্ছে আকস্মিক হৃদরোগ! ডিম খাওয়া কি বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Egg Health Benefits: ইদানীং চিন্তা বাড়াচ্ছে হৃদযন্ত্রের আকস্মিক রোগ। অনেকেই ভাবছেন, ডিম হার্টের জন্য আদৌ স্বাস্থ্যকর কী না।
advertisement
উল্লেখ্য, প্রতিটি ডিমে ৭৮ ক্যালোরি রয়েছে এবং ডিম প্রোটিন এবং ভিটামিনের ব্যাপক সমৃদ্ধ উত্স। সকালের পাতে একখানা ডিম মানেই অত্যন্ত পুষ্টিকর প্রাতঃরাশ। যদিও অনেকেরই বিশ্বাস, ডিমের কুসুম যা কোলেস্টেরল সমৃদ্ধ, বিশেষ করে এলডিএল (খারাপ) কোলেস্টেরল তা শুধুমাত্র কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিই বাড়ায়। হার্ভার্ড হেলথ পাবলিশিং ২০২১ সালের ডিসেম্বর মাসে একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, ডিম কোনও ব্যক্তির কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে না।
advertisement
advertisement
advertisement
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দিনে একটি ডিম খেলে কোলেস্টেরল নিয়ে ভয় করার কোনও কারণই নেই। হার্ভার্ড মেডিকেল স্কুলে পরিচালিত কয়েকটি গবেষণার ফল থেকে এমনটাই জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, “প্রতিদিন একটি ডিম খান যারা তাদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য কার্ডিওভাসকুলার রোগের হার বেশি পাওয়া যায়নি।”
advertisement