Crime News: পাঁচ বছরের সন্তানের সামনে মায়ের মৃত্যু! কেতুগ্রামে গৃহবধূ খুনে তোলপাড়, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর শাশুড়ি ভাসুর এবং জা-এর বিরুদ্ধে। কেতুগ্রাম থানার কলুমোড়্গ্রাম গ্রামের মাঝি পাড়ার ঘটনা।
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া,পূর্ব বর্ধমান: শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর শাশুড়ি ভাসুর এবং জা-এর বিরুদ্ধে। কেতুগ্রাম থানার কলুমোড়্গ্রাম গ্রামের মাঝি পাড়ার ঘটনা। নিহত গৃহবধূ বিউটি মাঝির(২৬) বাবা গদাধর মাঝির অভিযোগ দাম্পত্য কলহের জেরে জামাই নীলকন্ঠ মাঝি আমার মেয়েকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। মেয়েকে খুনে সাহায্য করেছে শ্বশুর গদাই মাঝি শাশুড়ি সনকা মাঝি ভাসুর টোটন মাঝি এবং তার স্ত্রী বৈশাখী মাঝি।
আরও পড়ুনঃ এবার বিধানসভা ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? সোমবার দিল্লিতে বৈঠক, গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক
কেতুগ্রাম থানার পুলিশ শনিবার সকালে গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়।কিন্তু কাটোয়া মহকুমা হাসপাতাল কর্ত্তৃপক্ষ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। নির্মাণ শ্রমিক নীলকন্ঠ মাঝি বছর ছয়েক আগে বীরভূমের নানুরের শ্রীপল্লির গদাধর মাঝির মেয়ের সঙ্গে বিয়ে হয়। পাঁচবছরের একটি পুত্র সন্তান আছে। পরিবার সূত্রে জানা যায় বিয়ের কয়েক বছর পর থেকে নীলকন্ঠের সঙ্গে বিউটির অশান্তি লেগেই থাকত।শ্বশুর গদাইয়ের ব্যবস্থতায় নীলকন্ঠ কলকাতায় স্ত্রীকে নিয়ে সংসার পেতেছিল। দাম্পত্য কলহের জেরে মাস খানেক আগে ছেলেকে নিয়ে নীলকন্ঠ কেতুগ্রামের বাড়িতে চলে আসে।
advertisement
advertisement
শুক্রবার বিউটিকে কীর্ণাহার থেকে নীলকন্ঠ নিজের বাড়িতে নিয়ে আসে। শনিবার সকালে বিউটি ঘুম থেকে উঠছে না দেখে মৃত্যুর ঘটনা জানাজানি হয়। প্রতিবেশীর কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বিউটির বাবা কেতুগ্রাম এসে দেখে বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে আছে। জামাই সহ শ্বশুর বাড়ির সকল সদস্যের নামে কেতুগ্রাম থানায় খুনের মামলা দায়ের করে বিউটির বাবা গদাধর মাঝি। কেতুগ্রাম পুলিশ শ্বশুর ও শাশুড়িকে শনিবার সকালের দিকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার করে। জামাই নীলকন্ঠ সহ পরিবারের বাকি অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।কেতুগ্রাম পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 9:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: পাঁচ বছরের সন্তানের সামনে মায়ের মৃত্যু! কেতুগ্রামে গৃহবধূ খুনে তোলপাড়, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি










