Offbeat Weekend Destination: শাল-পলাশের বনে রহস্য ও আদিম বন্যতার ভান্ডার এই প্রাচীন গুহার সারি হাতছানি দেয় পর্যটকদের

Last Updated:
Offbeat Weekend Destination: বেলপাহাড়িতেই রয়েছে চাতন পাহাড়। পাহাড়ে রয়েছে তিনটি আদিম মানবের গুহা।এখানেও প্রকৃতি ও আদিম ইতিহাসের সহাবস্থান।
1/8
বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: বেলপাহাড়ির এই এলাকায় সৌন্দর্য আর আদিম মানবের গুহার একসঙ্গে অবস্থান। এই বেলপাহাড়িতেই রয়েছে চাতন পাহাড়। পাহাড়ে রয়েছে তিনটি আদিম মানবের গুহা।এখানেও প্রকৃতি ও আদিম ইতিহাসের সহাবস্থান। সেই সঙ্গে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই তিনের মিশেলে চাতন পাহাড়ের তিনটি গুহা পর্যটকদের আগ্রহ বাড়াচ্ছে।
বেলপাহাড়ির এই এলাকায় সৌন্দর্য আর আদিম মানবের গুহার একসঙ্গে অবস্থান। এই বেলপাহাড়িতেই রয়েছে চাতন পাহাড়। পাহাড়ে রয়েছে তিনটি আদিম মানবের গুহা।এখানেও প্রকৃতি ও আদিম ইতিহাসের সহাবস্থান। সেই সঙ্গে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই তিনের মিশেলে চাতন পাহাড়ের তিনটি গুহা পর্যটকদের আগ্রহ বাড়াচ্ছে।
advertisement
2/8
বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ এক দশক ধরে বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় ক্ষেত্রসমীক্ষা করছেন। তিনি জানাচ্ছেন, ছ'য়ের দশকে প্রত্নগবেষক অশোক। ঘোষের নেতৃত্বে এক গবেষক দল বেলপাহাড়িতে তাম্র-প্রস্তর যুগের বহু নিদর্শন খুঁজে পেয়েছিল। এগুলোর অন্যতম ছিল চাতন পাহাড়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ এক দশক ধরে বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় ক্ষেত্রসমীক্ষা করছেন। তিনি জানাচ্ছেন, ছ'য়ের দশকে প্রত্নগবেষক অশোক। ঘোষের নেতৃত্বে এক গবেষক দল বেলপাহাড়িতে তাম্র-প্রস্তর যুগের বহু নিদর্শন খুঁজে পেয়েছিল। এগুলোর অন্যতম ছিল চাতন পাহাড়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
3/8
স্থানীয় ভাষায় এর নাম চাতন ডুংরি। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোরের পথে পড়ে বদাডি মোড়। এই মোড়ে রয়েছে চুয়াড় বিদ্রোহের নেতা দুর্জন সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
স্থানীয় ভাষায় এর নাম চাতন ডুংরি। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোরের পথে পড়ে বদাডি মোড়। এই মোড়ে রয়েছে চুয়াড় বিদ্রোহের নেতা দুর্জন সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি। (ছবি ও তথ্য  - তন্ময় নন্দী)
advertisement
4/8
সেখানে গাড়ি রেখে ডানদিকে শালবনে ঘেরা পাহাড়ি পথ বেয়ে দু'শো মিটার উপরে উঠলে দেখা যাবে মাকড়া পাথরের প্রাকৃতিক তিনটি গুহা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
সেখানে গাড়ি রেখে ডানদিকে শালবনে ঘেরা পাহাড়ি পথ বেয়ে দু'শো মিটার উপরে উঠলে দেখা যাবে মাকড়া পাথরের প্রাকৃতিক তিনটি গুহা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/8
জনশ্রুতি, সেগুলোই আদিম মানবের গুহা। ১৭৯৮ খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা দুর্জন সিং ইংরেজদের সঙ্গে লড়াইয়ে আহত হয়ে আত্মগোপন করেছিলেন ওই গুহাতেই। শোনা যায়এমন কথাও। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
জনশ্রুতি, সেগুলোই আদিম মানবের গুহা। ১৭৯৮ খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা দুর্জন সিং ইংরেজদের সঙ্গে লড়াইয়ে আহত হয়ে আত্মগোপন করেছিলেন ওই গুহাতেই। শোনা যায়এমন কথাও। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/8
চাতন পাহাড়ের উত্তর-পশ্চিম ঢালে ডোমগড় গ্রামে আরেকটি গুহা ও গড়ের ধ্বংসাবশেষ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, পাঁচশো বছর আগে এটি ঝাঁটিবনি। (শিলদা) পরগনার রাজা বিজয় সিংহের রাজধানী ছিল। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
চাতন পাহাড়ের উত্তর-পশ্চিম ঢালে ডোমগড় গ্রামে আরেকটি গুহা ও গড়ের ধ্বংসাবশেষ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, পাঁচশো বছর আগে এটি ঝাঁটিবনি। (শিলদা) পরগনার রাজা বিজয় সিংহের রাজধানী ছিল। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
7/8
এই বিজয় সিংহকে পরাজিত করেছিলেন উৎকলের সামন্ত রাজা মেদিনী মল্ল রায়। চাতন ডুংরির পশ্চিম ঢালে রয়েছে পলাশরন। বসন্তে তার অপরূপ শোভা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
এই বিজয় সিংহকে পরাজিত করেছিলেন উৎকলের সামন্ত রাজা মেদিনী মল্ল রায়। চাতন ডুংরির পশ্চিম ঢালে রয়েছে পলাশরন। বসন্তে তার অপরূপ শোভা।  (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
8/8
তবে এতদিন প্রচারের আড়ালেই ছিল শিমুলপাল অঞ্চলের চাতন ডুংরি। এই পাহাড়ে আদিম মানবের গুহ্য দেখাতে ভিড় করেন পর্যটকেরা। মান (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
তবে এতদিন প্রচারের আড়ালেই ছিল শিমুলপাল অঞ্চলের চাতন ডুংরি। এই পাহাড়ে আদিম মানবের গুহ্য দেখাতে ভিড় করেন পর্যটকেরা। মান (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement